আমাদের কথা খুঁজে নিন

   

এক টুকরো ময়মনসিংহ

নিতান্তই আজাইড়া মানুষ আমি।
এই তো ষোলই ডিসেম্বর গেলাম ময়মনসিংহ! তাও আবার একলা। , উদ্দেশ্য ছিলো ট্রেইন এ চড়ার। কোনোদিন চড়িনাই। , কিন্তু ট্রেইনের সময়জ্ঞান দেখে চুপসে গেলাম।

থাক, অন্যদিন দলবল নিয়ে গেলে ট্রেইনে চড়বো ভেবেই শুরু করলাম। বাস থেকে নামলাম এইখানে। এইটার আনন্দমোহন কিনা জানিনা, ভুইলা গেছি। একটা মন্দির! শিব মন্দির একটা বউকেও দেখে ফেল্লাম এই সুযোগে! বউ দেখলেই মন কেমন জানি করে। ছোটদের বিয়ে! কি সুন্দর ফুলগুলো! এদের নাম নাকি বাসরলতা! ক্যাকটাস! কি সুন্দর পথ পথে পথে হাঁটা পরিচ্ছন্ন হোষ্টেল এইটা হইল ব্রক্ষ্মপুত্র নদ।

নদের পাশে বড়দের বসে থাকা আরেকদিকে ছোটদের দেখে দেখে শেখা!! কৃষি বিশ্ববিদ্যালয়ের সৌধ! বড় সুন্দর। ওরা কি বলে? বাসে করে ফেরার সময় মজার এই লেখাটা পেলাম শুভ নববর্ষ !!!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।