টেকটিউনের সকলকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে আমার প্রথম টিউন শুরু করছি। আশা করছি আপনারা আমার সাথে Blender শেখা শুরু করবেন। আপনাদের সাড়া পেলে নিয়মিত টিউনটি চালিয়ে যাবো ইনশা আল্লাহ।
Blender কি?
ব্লেন্ডার একটি অত্যন্ত শক্তিশালী থ্রিডি কন্টেন্ট তৈরির ওপেন সোর্স সফটওয়্যার যা দিয়ে আমরা একাধারে থ্রীডি মডেলিং, এনিমেশন, ক্যারেকটার মডেলিং ও এনিমেশন, গেম ডেভেলপমেন্ট, রিগিং, particle সিমুলেসন, fluid এবং smoke সিমুলেসন, ক্যমেরা ট্র্যাকিং, রিয়েল টাইম রেন্ডারিং, কম্পোজিটিং, ভিডিও এডিটিং সহ আরও অনেক কাজ করতে পারবো। আপনারা হয়তো ভাবছেন আমি এর সব ধরনের কাজ পারি।
উত্তর অবস্যই না। এর কাজের পরিধি এতই বিশাল আর ব্যাপক যা একজনের পক্ষে সহজে আয়ত্ত করা সম্ভব না। কি নিরাশ হলেন? নিরাশ হবার কিছুই নাই। নিয়মিত অনুশিলন করুন দেখবেন আপনি হয়তো আমার চেয়েও অনেক ভালো করতে পারবেন।
এবার ঝটপট এখান থেকে সফটওয়ারটা নামিয়ে ইন্সটল করে নিন।
ইন্সটল হলে রান করুন,
একটু ঘাটাঘাটি করে দেখুন কিছু আইডিয়া আসে কিনা। কি, বুঝতে একটু কষ্ট হচ্ছে তাই না? ভয় পাওয়ার কিছু নাই আগামী পর্বে আমি স্ক্রিনশট সহ এর ইন্টাফেস এর সাথে পরিচয় করিয়ে দেব, কেমন। তার পর না হয় আস্তে আস্তে পুরো ব্রেইন্ডাটিই গিলে খাওয়ানোর চেষ্টা করবো। অন্তত চেষ্টা করতে তো দোষ নাই।
সবাই ভালো থাকবেন, ঈদের কারনে টিউনটি অনেক ছোট হলো আশা করি ঈদের পর বিস্তারিত আলোচনা করবো।
তখন আপনিই হয়তো বলবেন, ব্রেইন্ডার এত সহজ!
ভালো থাকবেন আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি, শুভ রাত্রি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।