আমাদের কথা খুঁজে নিন

   

Blender: সময়কে পরাভূত করার চেষ্টায় একটি ওপেনসোর্স সফটওয়্যার



ওপেন সোর্স নিয়ে অনেক সময়ই অনেককে লিখতে দেখেছি...... বাংলাদেশের বেশিরভাগ মানুষের ওপেনসোর্স মানেই লিনাক্স..... ধারণাটি পুরো সত্য নয়.... লিনাক্স ঘরানার ওএস গুলো অনেকগুলো ওপেনসোর্স প্রজেক্টের একটি....... এবং অবশ্যই সেরা ওপেনসোর্স সফট নয়, সেরাদের মাঝে ব্লেন্ডার,ফায়ারফক্স,ওপেন অফিস, ফাইলজিলা এগুলো আগে আসবে.... যাই হোক, আজ এমন একটি সফট নিয়ে লিখব যা ওপেন সোর্স নিয়ে কারো লিখাতেই দেখিনি অথচ এটি আমার ব্যবহার করা ও দেখা সেরা সফটওয়্যারগুলোর একটি ( ওপেনসোর্স, ফ্রিওয়্যার, শেয়ারওয়্যার, পেইড সব ধরনের সফট মিলিয়ে ) গ্রাফিকাল পরাজগতের কাজকারবার নিয়ে যাদের কাজ / আগ্রহ আছে তাদের এটি অবশ্যই ভাল লাগবে.... সফটওয়্যারটির নাম: Blender ওয়েবসাইট :http://www.blender.org/ কাজ: গ্রাফিক্স রিলেটেড যেকোন কিছু প্রতিদ্বন্দ্বি সফটওয়্যার: মায়া, থ্রিডি স্টুডিও ম্যাক্স ইত্যাদি সাইজ: ৯০ মেগাবাইট ( মাত্র ) উল্লেখযোগ্য কিছু কাজ( সাইটের গ্যালারি থেকে): ক্যামেরায় জুম করে তোলা ছবি নয়, এটি গ্রাফিক্স করা মেয়ে: ঘড়ি: ভবিষ্যতের পশুরাজ: ব্যাঙের ছাতা: তাহলে ব্যাঙ বাদ কেন যাবে??? গ্রাফিকাল জগত থেকে আসা ব্যাঙ: কারার ঐ লৌহ কপাট: নভোচারী মেয়ে: ওয়েস্টার্ন: বাস্তবের ডিম নয় কিন্তু: কেমন লাগল সফটওয়্যারটা ?????? যদি ভাল লাগে ও গ্রাফিক্সে আগ্রহ থাকে তাহলে ডাউনলোড করুন..... তার জন্যে আমি সাজেস্ট করব ওদের সাইটে যেয়েই ডকুমেন্টেশন দেখে ডাউনলোড করুন.................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।