I like kids .I love them all
নষ্ঠ হতে চলেছে আমার ফসলের ক্ষেত
কার্তিকের অধুনালুপ্ত নবান্নতে
কালবোশেখীর ঝড়ো হাওয়া এসে লেগেছে।
সাদা রঙ্গের বলাকার ভীড়ে কিছু কালো এবং
বাদামী রঙের হিংস্র শকুন আবার হানা দিয়েছে
নষ্ট হতে চলেছে আমার ফসলের ক্ষেত।
নয় মাস ধরে চাষ করেছিলাম
সেদিন পানি ছিল সেচ দেয়া হয়নি
সেচ দিয়েছি বুকের রক্তে পরম মমতায়।
ফসলের ক্ষেত আবার পুড়ে ছারখার হবে
আকাশ জুড়ে নেমে আসছে কালবোশেখী ঝড়
আমার ফসলের ক্ষেত! আমার ভালবাসার ক্ষেত।
আমার ফসলের ক্ষেত চৌদ্দকোটি বাঙ্গালীর ঘর
ধিকি ধিকি আগুণ জ্বলতে শুরু করেছে
নিভানোর মত কেউ নেই।
নয় মাসের গর্ভজাত সন্তানের প্রান ওষ্ঠাগত
তুমি তবু ঘুমিয়ে আছ কি করে?
খরস্রোতা নদীতে বাধ দাও
থামিয়ে দাও রক্তগঙ্গায় স্নানের মহোৎসব।
জাজাফী
ঢাকাবিশ্ববিদ্যালয়
২৪ ডিসেম্বর ২০০৬
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।