আমাদের কথা খুঁজে নিন

   

cold tea in my style তাও আবার শীতে



মা চা খেতে ডাক দিল।বলল চাটা গরম করে নে। তাই চা গরম করতে গেলাম।তখনই মনে পড়ল আরে বাসায় না ice-cream আছে। কাল বাবা বলতেছিল ice-cream খেলে ঠান্ডা পুরা ভালো হয়ে যাবে। আমাদের বাসায় সবার সর্দি কাশি হেয়ে গেছে।বাবা বাজার থেকে ভাইরাস এনে আমাকে আর মামকে বরাদ্দ করছে। তো মাথায় চিন্তা আসলো ice tea কি করে বানানো যায়? চা মগে ঢেলে তার উপর ice cream দিয়ে দিলাম হয়ে গেল আমার ice tea. আমারটা দেখতে অবশ্য রেস্টোরেন্টের মত হয় নি। তো কি হয়েছে? খেতে তো ভালোই লাগতেছে কারো কাছে যদি রেসিপি থাকে আমাকে জানান

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।