অসীম ব্যাসার্ধের একটি বৃত্ত, যা এখনও সরলরেখায় পর্যবসিত হয় নি
মাত্রই দেখা শেষ করলাম মুভিটি। এত ভাল লাগলো যে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। যদিও অনেক পুরাতন মুভি,অনেকেই হয়ত দেখেছেন,তবুও।
ছবিটির পটভূমি ১৮৬৪। আমেরিকান সিভিল ওয়ারের সময়।
যুদ্ধে যায় ইনম্যান। আর তার প্রতীক্ষায় পথ চেয়ে থাকে তার প্রেমিকা অ্যাডা। একসময় আহত-বিপর্যস্ত ইনম্যান ফেরার পথ ধরে। সেখানেও তাকে নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়। এদিকে ঘরে থাকলেও অন্যরকম এক যুদ্ধের মুখোমুখি হতে হয় অ্যাডাকে।
সেই যুদ্ধে সে সংগী হিসেবে পায় অ্যামিকে। ডিরেক্টর অ্যান্থনি মিংঘেলা তার এই ওয়ার -ড্রামাতে পাশাপাশি দুইটি শ্রেণীকে দেখিয়েছেন। একদল যুদ্ধকালীন সময়ের সারভাইভাল,আর অন্যদল যুদ্ধের স্বার্থান্বেষী সুবিধাভোগী শ্রেণী।
সকল বাধা-বিপত্তি মাড়িয়ে ইনম্যান কি দেখা পাবে অ্যাডার?
ছবিটির বিশেষত্ব এর কাহিনী,লোকেশন আর রুবি চরিত্রে রেনে জেলওয়েজারের অনবদ্য অভিনয়(সেরা সহঅভিনেত্রী হিসেবে এই মুভির জন্য একাডেমী অ্যাওয়ার্ড জিতেছিলেন তিনি)।
অন্যান্য চরিত্রে আছেন জুড ল,নিকোল কিডম্যান,নাটালি পোর্টম্যান প্রমুখ।
যারা ছবিটি দেখেননি তারা উপভোগ করবেন এই প্রত্যাশায়.....
[link|http://torrentdownloads.net/torrent/1090343/Cold+Mountain[2003]DvDRip-Rdgrnnr|টরেন্ট ডাউনলোড লিংক-১]
টরেন্ট ডাউনলোড লিংক-২
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।