যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে
একটা ঢেউ লাগুক
চলো হেটে যাই
ধরণীকে সাথে নিয়ে,
জাতহীন নরাধমেরা
যে ধরণীতে বাস করে।
ভয় নেই,
ভয় নেই হেটে যেতে,
শহরের শেষ প্রান্তে,
পাথরের মাঝে যেখানে ফুল জন্মে,
হিম জাগা বাতাসে,
কঙ্কালসার গরীবেরা ভীড় করে যে পথে
হেটে যেতে ভয় নেই সেই পথে ।
ঢেউ লাগুক সবখানে,
বিলাসির দর্প ফুরানো গান গেয়ে
দেয়ালের পর দেয়াল ভেঙ্গে,
আকাশের নীল হয়ে
মরে যেতে বাধা নেই।
আজ কোন ভয় নেই।
After the Wave
Merilyn Buck
May 2001
Let’s take a walk
to remember the world
the earth that used to be
before syphilitic sirens soared
Don’t be afraid
it’s only rubble now
rocks hunker behind torn-down trees
shriek their loss into the wind
Don’t be afraid of the wind
yes, a fire wave then
burned the breath
and flayed the cities’ flanks
The wind weeps now
drowns death’s sybarites
and cools scorched skeletons
memory’s wind clatters
Don’t be afraid
yes, we will die
but not today, let’s leave
dread’s shoes in caves below
Let’s take a walk
if you do not come I will go alone
if I do not see the sky
I will die
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।