আমাদের কথা খুঁজে নিন

   

জেলাভিত্তিক ফ্রীল্যান্সিং মিটআপ এবং ট্রেনিং-২০১৩

আমি একজন হাল্কা-পাতলা সার্চ ইঞ্জিন অপটিমাইজার। আমি ক্রিকেট খেলতে ভালবাসি । কিন্তু খেলার সময় পাই না। সারাদিন ল্যাপটপ এর সামনে বসে থাকি। ২৪ ঘণ্টার প্রায় ১৮ ঘণ্টা অনলাইন এ থাকি।

জীবনে একটাই লক্ষ । একজন বড় সার্চ ইঞ্জিন অপটিমাইজার হব

ওয়েব হাল্কস এর সহযোগিতায় সারা বাংলাদেশব্যাপী প্রতিটি জেলার ফ্রীল্যান্সারদের সাথে মিট করে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যই হচ্ছে আমাদের ইভেন্টের প্রধান উদ্দেশ্য। আমরা প্রতিটি জেলার ফ্রীল্যান্সারদের সাথে মিট করে কিভাবে এটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সেইসব খুঁটিনাটি বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব। আমাদের ট্রেনিং টা মুলত ২ টি বিষয়ের উপর হবে। পরবর্তীতে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে।

আমাদের ট্রেনিং এর প্রধান ২ টি বিষয় হচ্ছে ১) ফ্রীল্যান্সিং এবং ২) সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ফ্রীল্যান্সিং এর ভিতর যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবেঃ # কিভাবে ফ্রীল্যান্সিং শুরু করবেন ? # ক্যারিয়ার গড়ার জন্য ফ্রীল্যান্সিং কতটা গুরুত্বপূর্ণ ? # ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস গুলোতে কিভাবে নিজেকে তৈরি করবেন ? # ওডেস্ক, ফ্রীল্যান্সার, ইল্যান্স সহ আরও বিভিন্ন মার্কেটপ্লেস গুলোতে নিজেকে একজন সফল ফ্রীল্যান্সিং হিসেবে দাড় করাবেন কিভাবে? # ব্লগিং কি ? কেন করবেন ? কিভাবে করবেন ? # ব্লগ থেকে কিভাবে আয় করবেন ? # অ্যাফিলিয়েট মার্কেটিং কি ? কেন করবেন ? কিভাবে করবেন ? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর ভিতর যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবেঃ # এস ই ও কি ? কেন এস ই ও ? এর গুরুত্ত কততুকু ? # এস নিয়ে কিভাবে নিজের ক্যারিয়ার ডেভলপ করবেন ? # কিভাবে এস ই ও করবেন ? # এস ই ও এর এডভান্স টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। # একজন এস ই ও স্পেশালিষ্ট কিভাবে হবেন ? # এস ই ও থেকে কিভাবে একজন সফল ফ্রীল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন ? আমরা এখন জেলাভিত্তিকভাবে লিডার নিয়োগ করছি। যে জেলাতে যিনি পারফেক্ট বলে বিবেচিত হবেন আমরা তাকেই টিম লিডার হিসেবে নিয়োগ করব। যারা জেলা ভিত্তিকভাবে লেডারশিপ নিতে চান তারা নিচে পোস্ট করবেন। জেলা ভিত্তিকভাবে লেডারদের অবশ্যই সৎ এবং মিষ্টভাষী হতে হবে ।

আমাদের ইভেন্টে জয়েন করার জন্য নিচের ফর্ম টা পূরণ করুনঃ Click This Link সবাইকে ধন্যবাদ এই ইভেন্টের স্পন্সর করছেনঃ WEBHULKS, ONS Group, Outsourcing of Bangladesh Group, http://www.ApnarDeal.com

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।