হে মানব, আজি ওঠো জেগে বিবেকের তাড়নে
বাংলাদেশ সরকারের সরকারী ওয়েব সাইটটি জনসাধারণের জন্য আগে থেকেই অবাধ ছিল । সরকারী এ পোর্টালটি হতে জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে খুব সহজেই তথ্য সংগ্রহ করা যায় । সংবিধান, জাতীয় সংসদ, বিচার ব্যবস্থা, জাতীয় গেজেট, বিভিন্ন ধরণের সরকারী ফরম, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য(বাজারদর, বৈদেশিক মুদ্রার বিনিময় হার), আইন-শৃংখলা, পানি-বিদ্যুত-গ্যাস ও টেলিফোনের বিল ও অন্যান্য অভিযোগ সংক্রান্ত তথ্য, আবহাওয়া, মন্ত্রীপরিষদ ও আরো নানা জরুরী বিষয়ের তথ্য সমাবেশ ঘটেছে সরকারী এ ওয়েব পোর্টালটিতে । ওয়েব অ্যাড্রেস হল - http://www.bangladesh.gov.bd/.
সম্প্রতি সরকার জেলাভিত্তিক সরকারী ওয়েব সাইট চালু করেছে (ফেসবুকে আমার এক বন্ধুর 'স্ট্যাটাস' দেখে বিষয়টি প্রথম জানতে পারলাম )। গত ৬ জানুয়ারী ২০১০ সকাল ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৬৪ জেলার জেলা তথ্য বাতায়ন একযোগে আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
সরকারি প্রতিষ্ঠানসমূহের সেবা জনগণের কাছে পৌঁছে দিতে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধান ও নির্দেশনায় জেলা প্রশাসনসমূহ জেলা তথ্য বাতায়ন তৈরী করেছে। জেলা প্রশাসনগলোই এ তথ্য বাতায়নগুলোর সার্বিক রক্ষণাবেক্ষণ করছে । ওয়েব অ্যাড্রেস হল - http://www.dc(districtname).gov.bd/ । যেমন ঢাকা জেলার তথ্য বাতায়নের ঠিকানা হল - http://www.dcdhaka.gov.bd/ । জেলাগুলোর মানচিত্র, লোকসংখ্যা, ইতিহাস, ভৌগলিক প্রোফাইল, বিখ্যাত ব্যক্তিত্ব, দর্শনীয় স্থানসহ আরও নানা প্রয়োজনীয় তথ্য স্থান পেয়েছে এ তথ্য বাতায়নগুলোতে ।
তথ্য বাতায়নগুলোর আরও উন্নয়নের জন্য সকলের পরামর্শও চাওয়া হচ্ছে ।
এখন জেলাভিত্তিক তথ্য সংগ্রহ আরও সহজ হয়ে যাবে । কোনও জেলায় ভ্রমণের আগে ঘরে বসেই জেলার অনেক খুটি-নাটি বিষয় জানা হয়ে যাবে । তবে আশা করব য়ে , তথ্য বাতায়নগুলো নিয়মিত হালনাগাদ করা হবে । তবেই তা সকলের উপকারে আসবে ।
আর আমরা তথ্য-প্রযুক্তির সঠিক ফল ভোগ করতে পারব ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।