অনেক পাওয়ার মাঝে মাঝে কবে কখন একটুখানি পাওয়া, সেইটুকুতেই জাগায় দখিন হাওয়া ।।
মেঘেরও আজ ঘুম জেগেছে
বাউল বাতাস প্রানে।
সকাল-দুপুর এক হয়েছে
মধ্যবেলার গানে।
সূর্যকিরণ হাড়িয়ে পাখা
শিশিড় খুঁজে ফেরে।
খয়েরী আলোর মুর্ছনা আজ
সকল আধাঁর ঘিরে।
আবার যখন এমনি দিনে
তোমার পাবো দেখা,
আবার যখন এমন আলোয়
আকাশ রইবে ঢাকা,
হাতের মাঝে হাত সাজিয়ে
মনের উঠোন রং বুলিয়ে
আলপনা হয় আকাঁ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।