আমাদের কথা খুঁজে নিন

   

সুমনটোগ্রাফি by মোবাইল ক্যামেরা সম্পুর্ন অংশ ......

ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :)

স্বাদ থাকলেও সাধ্য না হওয়ায় আজও ডিজিটাল ক্যামেরা কেনা হয়নি ... তাই মোবাইলের ক্যামেরা দিয়েই দুধের স্বাদ ঘোলে মেটানোর মত ছবি তুলি মাঝে মাঝে ...... আজ আপনাদের সামনে আমার কাছে ভাল লাগে এমন যতগুলো ছবি আছে মোবাইল ক্যামেরা দিয়ে তোলা তা শেয়ার করছি .... ভাল লাগলে বলেন .... ১: আরিল ভাই সামুর একজন প্রতিষ্ঠাতা ... ২: ব্লগার মনসুর ভাই ৩: আবার সেই মনসুর ভাই ৪: স্বাধীনতার ভাস্কর্য ৫: সরষে ফুল ৬: আলু ক্ষেত .. ৭: কাচের উপর প্রাকৃতিক ভাবে খাড়া করে দাড় করিয়ে রাখা ডিম ... ৮: ইনি একজন পাহারাদার ... ৯: মর্নিং ওয়াকে বের হওয়া কিছু রাজহাঁস... ১০: মহিষ এবং মহিষের গাড়ি .... ১১: আমাদের গ্রামের ২০০ বছরের পুরাতন বাড়ি ... ১২: বাড়িটি আবার দেখুন .. . ১৩: একটি চেনা পথ .... ১৪: নীল আর সবুজের মাঝে মেঘেদের বিচরণ ... ১৫: দুরন্ত শৈশব ....। ১৬: গায়ের ছোট্ট মেয়ে ..... ১৭: চাঁদের হাসি ..... ১৮: নতুন প্রজন্ম .... ১৯: সন্ধ্যায় ঘরে ফেরা .... ২০: একাকী বিকেল .... ২১: কলাবতী ফুল.... ২২: তারা ফুল .... ২৩: শিউলী ফুল ... ২৪: একটি বুনো ফল .... ২৫: নীল সবুজ ..... ২৬: আমার আকাশ ..... ২৭: মাথা উচু করে দাড়িয়ে নারিকেল গাছ .... ২৮: শেষ বিকেলের আলো.... ২৯: শীতের শুরুতেই ঝরে গেছে পাতাগুলো.... ৩০: বাবলা গাছ নির্জন মাঠে ... ৩১: সূর্যটা ছুটি নেবে এখনি..... ৩২: নতুন সুর্য ...... ৩৩: জীবিকার খোঁজে ছুটে চলা জীবন .... ৩৪: বাড়ি ফেরা .... ৩৫: নদীর ঘোলা জল .... ৩৬: ল্যাম্প পোস্ট ..... ৩৭: পরগাছা.... ৩৮: ধান ক্ষেত...... ৩৯: পানের বরজ .... ৪০: মোমের আলো..... ৪১: গ্রামের বাড়ি ..... যারা এতক্ষণ ধৈর্য্য ধরে ছবি গুলো দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ ... ভাল থাকবেন সবাই ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।