আমাদের কথা খুঁজে নিন

   

ট্রেনের জানালায় প্রাণ গেল অসতর্ক যাত্রীর

নাটোরের মাধনগর রেলস্টেশনের মাস্টার নূরে আলম জানান, বুধবার সকালে ঢাকা থেকে লালমনিরহাটগামী একতা এক্সপ্রেসে এ দুর্ঘটনা ঘটে। 
নিহত সিরাজুল (৩৬) বগুড়া জেলার সোনাতলা উপজেলার সৈয়দ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্টেশন মাস্টার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৮টার দিকে একতা এক্সপ্রেস মাধনগর স্টেশন পার হওয়ার সময় সিরাজুল জানালা দিয়ে মাথা বের করে ছিলেন। এ সময় লাইনের পাশের খুঁটিতে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সিরাজুলের লাশ সান্তাহারে নিয়ে যাওয়া হয়েছে জানিয়ে রেলওয়ে পুলিশ বলেছে, ময়নাতদন্ত শেষে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।