আমাদের কথা খুঁজে নিন

   

আদিগন্ত


মাছরাঙ্গার ঠোঁটে তখনো জলের গন্ধ লেগেছিল ভোরের আলো পা রেখেছিল চিরল পাতায় আর আকাশের কোলে রঙ্গিন নৌকো। তুমি চোখ মেলে খুঁজলে আমাকে- আমি পা ভিজিয়ে কির্ত্তনখোলায় অপেক্ষায় ছিলাম বিশাল ঢেউয়ের। হাতের পাতায় মেহদির আলপনা তখোনও সতেজ শুধু বুকের ভিতর দগদগে ক্ষত। ধানভানা ঘ্রান উড়ে চারপাশে ছড়ানো খোসা, শস্যবিহীন ক্ষেত হেমন্তের শিশির ভেজা। সব কিছু সাজানো ফুলেল প্রাণবন্ত শুধু বিনশী গান রূপতাপসের কুলে- ঘুম ভাঙ্গা তুমি নতজানু হলে বিশ্বস্থতার পূঁজায়। অথচ রাতভর অবহেলায় তুমি হারালে প্রিয়ত-প্রতিমা বুঝলেনা ক্ষনিক অবহেলায়। আকাশের শুভ্রতা তোমার দুচোখে, বুকের ভিতর পাখির বুকের ওম অথচ ভোরের পবিত্রতা নিয়ে তুমি বিদ্ধস্ত করলে সাজানো চারুলতা শিশির বাগান, পথ খুঁজে গোলক ধাঁধাঁয় পৌঁছুলে অবশেষে,বিরান ধ্বংসস্তুপে আমার সাজানো হৃদয়- ভাঙ্গা ভাস্কর্য, টেরাকোটাল কারুকার্য খুলে খুলে পড়ে গলিত শবের মতন, দুচোখের স্বপ্ন-নদী, জল হয় চোখে। গাঙ্গুরে ভেলা আমার হলো না ভাসানো। আমি কষ্ট কিন্নর ভাসাব কির্ত্তনখোলার ঢেউএ...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।