আউলা মাথার বাউলা পোলা। কলম, পেন্সিল দিয়ে কাগজের খাতায় কতই তো ছবি আঁকা হয়। আচ্ছা কেউ কি কখনও আলো দিয়ে ছবি এঁকেছেন?
আজকে দেখেন কিভাবে আলো দিয়ে আঁকাআঁকি করতে হয়।
এখানে আমি আলোর সাহায্যে আমার আঁকা ৭ টা ছবি দিলাম।
দেখেন তো কেমন হইছে।
১। গাছ (যদিও সাদা রঙ্গের)
২। ডিম্ব (অশ্বডিম্ব, মুরগীর ডিম্ব যে যা খুশি ধইরা নেন)
৩। ফুল - পাতা (প্রৃকৃতির সৌন্দর্য)
৪। ধানের শীষ (এইটা মনে হয় হয়নাই)
৫।
সাপের ফণা (কি সাপ কইতারুম্না)
৬। নীলচে ফুলের আঁকিবুঁকি
ভাষার মাস ফেব্রুয়ারির শেষ দিনে এই ছবিটা সব বাংলাদেশীর উদ্দেশ্যে।
৭। আমাদের জাতীয় পতাকা
--------------------
মাকে ভালবাসুন, দেশকে ভালবাসুন। শুভ রাত্রি।
আর হ্যাঁ মন্তব্য করতে কিপটামি কইরেন না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।