ছোড বেলায় বনে বাদারে যে ভাবে ঘুইরা বেড়াইছি, তার ইয়ত্তা নাই অহন আর হেরুম দিন আঙ্গর নাই একদিন রাইতে গুমানির আগে কি অইলো জানি না; মাতার মইদ্দে ডুকলো ডাহা (ঢাকা) যামুগা আজান দেওনের আগেই আমি রেডি পুবের সুরুজ পচ্চিমে যাওনের আগেই আমি এই জঞ্জালের শহরে আইয়া পৌঁছাই বেবাক কতা অহনও আমার মনো আছে হেইদিন আমার চোক্কো সোনালি রোইদের ঝলকানি ছিল সোনা রোইদ শইল্লের চামড়া পুড়াইয়া দিছিল হেই কবে; আর তারে দেহি নাই এই আমার নগরে রসুলপুর; আহ আমার সূতীয়া সব ছাইড়া মাইগরেট কইরা যে আইলাম, আর ছুঁইনি তারে সব অহন সাদা-কালা হঠাৎ জ্ঞানী হওয়া কবিগো এংরাজি শব্দ নস্ট না ফস্ট কি একটা লজিয়া আছে, হ হ হ মনো পড়ছে ওইডা অহন স্মৃতি আমার সাদা-কালো স্মৃতি এই শহরে আমি পেশায় একজন সাংবাদিক এই শহরে আমি নেশায় একজন কবি কিংবা লেখক আমি হাঁটি; বাসে উঠি; শুদ্ধ শব্দে কথা বলি বিপদে আপদে কতো জনকে ডাকি; পাশে থাকি পূবের সুরুয এখনো পশ্চিমে যায় আমি ঘরে ফিরে আসি মাঝ রাত ফুরাবার আগেই তথন গাড়ির হেডলাইটে দেখি আমার চোখের সেই কবেকার পড়ে থাকা ঝলকানি যেন উবে উবে নিভে যায়, চলে যায় জোনাকির আলো হয়ে একে একে তারপর নিশ্চুপ রাত্তিরে আদবোজা চোখ ঢুলু ঢুলু শরীরে; জানি না কি করে তাও বসে থাকে মনিটরের পর্দায় নিষ্পলক তাকিয়ে গু দিয়াই শুরু গু কইলে শইল জারাইয়া ওডে কিন্তু যেইদিন হুনলাম গুল মারা গুল খাওয়াও লগে আছে হেইদিন কিছুডা চিমাইয়া গেছিলাম, কারন ওইডা আছিলো গুগুল আগে দেখছি আমার বু-রে গুল খাইতে হারাদিন ওই বুড়ি গুল খাইতো অহনও বুলে গুল খায় কিন্তু এইনোতো দেহি সব তাজ্জব কারবার ওই যে জীবনানন্দ, হুতোম পেঁচা, গোবর পোকা, সবুজ সবুজ কিউবা আহ আমার সূতীয়া; সব, সব বন বাদার আমার শৈশব, কৈশোর ছেলেখালা মেয়েপড়া নিঃশ্বাস নেয় আমার কপোট্রন যান্ত্রিক আলোড়নে আমার প্রাণের নিঃশ্বাস আমি বেঁচে থাকি আজও বেঁচে আছি আমি যে বেঁচে থাকার পেছনে শক্তি যোগায় হাতড়ে হাতড়ে বেড়ানো সব স্মৃতিগুলো; মলিন, এখনো মধুর করে রাখে আমার স্মৃতির ধূসর পাণ্ডুলিপি আমার বন্ধুরা, কথাগুলো আমি নিজে নিজেই পাড়তাম কিছুটা আবেগের বশেই লিখলাম আবেগ সহজলভ্য নয় আমার কাছে, সব সময় জাগাতে পারে না আমায় কেন জানি হঠাৎই জেগে উঠলো ছবিটা দেখুন কি তারুণ্য, কাঠ ফাঁটা রোদে কি বাহাদুরি, জেতার কি লড়াই, কতো স্বপ্ন! অথচ সাদা কালো; আমাদের প্রত্যেকের জীবনের একটা রঙিন দিনের স্মৃতিতে জমাট হওয়া একটা রঙিন ছবির মতোন ছবিটা আমাদের অনেকরই বন্ধু হাসানের (মোহাম্মদ রাকিবুল হাসান https://www.facebook.com/messages/1622326590) তোলা সবার কাছে এই ফটোটেকারের জন্য একটা আবেদন It's highly recommended to friends to vote for the "cricket kids" photograph by "Mohammad Rakibul Hasan Bangladesh". If you love the photograph, please don't hesitate to vote. Instructions: First, “Like” the Page http://www.facebook.com/raymondweil. then click on Click This Link and let the app loaded. then choose the photo of Mohammad Rakibul Hasan (Bangladesh) and hit the button “Vote for this photo”. আর সময় দেয়ার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।