আমাদের কথা খুঁজে নিন

   

রক্ত-রাঙা পতাকা

গাই জীবনের গান

অন্ধকারের বুক চিরে এগিয়ে চলা দলটিকে ধ্বংস করে, আলোর দাবিকে তুচ্ছ করে, ঘৃণা আর বর্বরতাকে পুঁজি করে, ওরা ভাবে কেড়ে নিয়ে যাবে এদেশের শত বছরের ধন, বিদ্বেষের আগুন জ্বেলে ওরা ভাবে করবে শৈত্য নিবারণ, ভাবে বিভক্ত জাতি নিজেরাই মরে মাথা পেতে দেবে তাদের পায়ে, তাই তারা গড়ে লাশের পাহাড়, শিশু-বৃদ্ধা-যুবক একত্র হাহাকার, হয়ে ওঠে ক্ষুধার্ত শকুনির আহার, কিন্তু একটা ভাবনা তাদের ভুল হয়েছিল, তারা জানত না বাংলার মানুষের বুকে আছে বাংলার অতুল সম্পদ, দোয়েল-শ্যামা-কোকিলের দেশে আছে অস্ত্র ধরার লড়াই করার বীর জনতা, শত বছরের শাসনেও পড়েনি আঁচড় যাদের মজবুত হৃদয়ে, ভাই-বাবা-মা-বোন হারানোর বেদনা বুকে নিয়ে,কান্নাকে পেছনে ফেলে তারা এগিয়ে আসে; তীব্র আবেগের সেই উজ্জীবনে বাংলার বুকে ওড়ে লাল-সবুজ রক্ত-রাঙা পতাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.