আমাদের কথা খুঁজে নিন

   

রক্তরাঙা ফুল

আকাশের যতো ভাবনা আছে আমি ভাবতে পারি না, আকাশ যতো উদার আমি ততো উদার হতে পারি না, আমি প্রকৃতির মতো সচ্ছ্ব হতে পারি না, আমার ভাবনাগুলো গুলিয়ে থাকে আকাশের উড়ো উড়ো মেঘের মতো, স্বপ্নগুলো ভাসতে থাকে সাগরের ফেনিয়ে উঠা ফেনার মতো, আর চিন্তাগুলো ছড়িয়ে থাকে নদীর তল দ কৃষ্ণচূড়ার গাছে দেখ লাল সবুজের বিয়ে বুকটা ভারা গর্ব আমার বাংলা ভাষা নিয়ে । বসন্তেরই উচ্ছ্বাসে আছ গাছে গাছে ফুল পলাশ শিমুল ফুটে আছে বুলবুলি খায় দোল । ঐ যে দেখ রক্তমাখা নিশানটা দোলে শহিদদেরই রক্ত যেনো লেগে আছে ফুলে । বাংলা আমার হৃদয় চাওয়া স্বপ্ন তাকে ঘিরে বাংলা আমার ছন্দ আঁকা মানিক মুক্ত হিরে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.