আমাদের কথা খুঁজে নিন

   

যুবলীগ নেতার নেতৃত্বে অপহরণ, হরতাল বদরগঞ্জে

এর প্রতিবাদে বদরগঞ্জ ব্যবসায়ী সমিতি বুধবার রাত ৯টা থেকে বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত বদরগঞ্জ উপজেলায় হরতালের ডাক দিয়েছে।   
যুবলীগ নেতা রবিউল আলম রবির গ্রেপ্তার দাবিতে ব্যবসায়ীরা দোকান-পাট বন্ধ রেখে রাত সাড়ে ৮টা থেকে রংপুর-পার্বতীপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বুধবার রাত ৮টায় বদরগঞ্জ পৌর বাজারের ‘মা ম্যানশন’ থেকে মারপিটের পর তুলে নিয়ে যাওয়া হয় ব্যবসায়ী আব্দুর রউফ সরকারের ছেলে আদনান হোসেনকে।
বদরগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি সারোয়ার জাহান মানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৭টায় উপজেলা যুবলীগের সদস্য রবিউল আলম রবির স্ত্রী ও ছেলে মা ম্যানশনে ‘প্রিয়াঙ্গণ’ দোকানে কেনাকাটা করতে যান।

দরদাম নিয়ে দোকান মালিক আব্দুর রউফ সরকারের ছেলে জুনের সঙ্গে কথা কাটাকাটি হয়।
এরপর যুবলীগ নেতা রবিউল তার সাঙ্গপাঙ্গদের নিয়ে দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও জুনকে মারপিট করে চলে যায় বলে অভিযোগ করেন ব্যবসায়ী নেতা সারোয়ার জাহান মানিক।
তিনি জানান, এ ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা মঙ্গলবার রাতেই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করে।   বুধবার বেলা ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উভয়পক্ষকে তার কার্যালয়ে ডেকে বিষয়টি মীমাংসা করে দেন।
“বুধবার রাত ৮টায় রবিউল একদল সন্ত্রাসী নিয়ে আবারও ওই দোকানে হামলা ও ভাংচুর করে এবং দোকান মালিকের ছেলে আদনান হোসেনকে অপহরণ করে নিয়ে যায়।


এ ঘটনার প্রতিবাদে ও যুবলীগ নেতা রবিউলের গ্রেপ্তার দাবিতে রাত ৯টা থেকে বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত বদরগঞ্জ উপজেলায় হরতালের ডাক দেয়া হয়েছে বলে জানান এ ব্যবসায়ী নেতা।
বদরগঞ্জ থানার ওসি নুরুজ্জামান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৯টা পর্যন্ত অপহৃত আদনানের সন্ধান পাওয়া যায়নি। ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বদরগঞ্জের ইউএনও খন্দকার ইশতিয়াক আহমেদ বলেন, “দুপুরে উয়পক্ষকে ডেকে বিষয়টি মীমাংসা করা হয়।

তারপর রাতে হামলা চালানোর ঘটনা দুঃখজনক। যুবলীগ নেতা রবিউলকে গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।
ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মানুষ ঈদের কেনাকাটা করতে পারছে না বলেও জানান ইউএনও।
উপজেলা যুবলীগ সভাপতি মঞ্জুরুল ইসলাম রন্টু ঘটনার সত্যতা স্বীকার করলেও রবিউলের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.