১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদা আদায় বাধা দেয়ায় মিলন নামে এক যুবলীগকর্মীকে কুপিয়ে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা। আজ সন্ধায় নোয়াখালীর জেলা শহর মাইজদীর ওয়াপদা অফিসের পেছনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ১ যুবলীগ কর্মী কে আটক করেছে পুলিশ।
আহত মিলনের নিকট আত্মীয় প্রত্যক্ষদর্শী রিপন জানায়, ১০/১২ দিন ধরে ওই এলাকার বাসিন্দা মো¯তাফিজের কাছে ৫ হাজার টাকা চাঁদা দাবী করে আসছিলো মধুসুধনপুরের বাবলু মোহন,তারেক মন্জু তাহের-সহ কয়েকজন চাঁদাবাজ। কিন্তু মোস্তাফিজ চাঁদা দিতে অস্বীকৃতি জানায় এবং এলাকার লোকদের অবহিত করে।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে চাদা আদায় নিষিদ্ধ; এ দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে চাঁদা দাবি করায় স্থানীয় যুবলীগকর্মী মিলন চাদাবাজদের বাধা দেয়। এ ঘটনার জের ধরে আজ সন্ধায় মাগরিবের নামাজ শেষ করে মসজিদ থেকে বের হবার পর স্থানীয় আনোয়ারের দোকানের সামনে বাবলুর নেতৃত্বে ৪ জন সন্ত্রাসী রাম দা, কিরিচ নিয়ে মিলনের ওপর অতর্কিতে হামলা চালায়। এসময় এলোপাতাড়ি কিরিচের আঘাতে মিলন মারাত্মক আহত হয়। আহত মিলনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, ৫ হাজার টাকা চাঁদা নাকি পাওনা টাকা চেয়েছে এটা আমরা নিশ্চিত নই।
তবে ঘটনার সাথে জড়িত মোহন নামে একজনকে আটক করা হয়েছে। বাকিদের খোজা হচ্ছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।