আমাদের কথা খুঁজে নিন

   

বাঁধ ভাঙ্গার আওয়াজে, ধৈর্য্য ভাঙ্গার আওয়াজ পাওয়া যাচ্ছে !!! [একটি চেঁচামেচি মার্কা পোস্ট

লিখতে ভুলে গেছি !!!
এটা আমার সামহয়্যার ইন ব্লগের আজকের এনালাইসিস। ঘাবড়াবেন না আগে সম্পুর্ণ অংশ পরুন। -- আমি যখন এই সাইটের খোঁজ পাই, তখন-ই দেখে ভাল লাগলো। তাই প্রথমেই আমি এখানে সাথে সাথে একটা একাউন্ট খুলে ফেলি। আমার লিখা-লিখির হাত একেবারেই ভালো না ।

তবুও অনেক পোস্ট দেখলাম, যেগুলো খুব ভাল লাগলো। তাই ভাবলাম যে, এখানে একটা একাউন্ট থাকলে মন্দ হয় না। যথারীতি আমি একাউন্ট খুলে ফেললাম। তারপর শুরু করলাম আমার ব্লগিং যাত্রা। এখানে সেখানে ঢুঁ মারতে থাকলাম।

কিন্তু কিছুক্ষণ পর টের পেলাম এই ব্লগে একাউন্ট খোলা এবং পরবর্তী সময়ে ব্যাবহার করা কতটা ঝামেলার কাজ । শুধু নিয়ম আর নিয়ম!আমি নতুন পোস্ট করতে পারছি কিন্তু অন্যের পোস্টে কোনো রেটিং/কমেন্ট করতে পারছি না । পরে সামহয়্যার ইন -এর শর্ত দেখলাম যে আমাকে ৭ দিন পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হবে । এখানে এতাই নিয়ম । যাই হোক আইন-কানুন তো মেনে চলতে হবে।

তাই ৭ দিন অপেক্ষা করলাম। ৭দিন পর আবারও সেই একই গান শুনলাম (আমি এখনও পর্যবেক্ষণ যন্ত্রের মাঝে আছি!!!) । এরপর আরও দিন যায় আমি কোনো রেটিং/কমেন্ট করতে পারছি না । প্রত্যেক পোস্টের নিচে শুধু এই কথা-- ""দুঃখিত আপনি এখানে মন্তব্য করতে পারবেন না । লক্ষ্য করুনঃ নতুন ব্লগারদের জন্য নীতিমালা - নতুন ব্লগাররা প্রথম পাতায় একসেস না পাওয়া পর্যন্ত অন্য কারও ব্লগে মন্তব্য করতে পারবেন না ।

কিন্তু নিজের ব্লগে পোস্ট বা মন্তব্য করতে পারবেন । কিছু ব্লগারের নতুন নিক রেজিস্ট্রেশন এর মাধ্যমে, ফ্লাডিং এবং ব্লগের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যকে ঠেকানোর জন্য সাময়িক এই ব্যবস্থা নেয়া হয়েছে । """ আমার বর্তমান মডারেশন স্ট্যাটাস--- সামহয়্যারের এডমিন সাহেবের কাছে আমার প্রশ্ন এই যে আমাকে ***প্রথম পাতায় একসেস - পেতে কী করতে হবে । আরও কী কী নিয়ম-কানুন মেনে চলতে হবে জানাবেন কী? আমি যতদূর জানি প্রথম পাতায় একসেস পেতে ভাল লেখা পোস্ট করা প্রয়োজন। আমি তো কয়েকটা লিখা পোস্ট করেছি।

আমার লিখা গুলো কী ভালো হয় নাই??? যদি ভাল না হয় তাহলে কী পোস্ট করলে আপনারা ভাল বলবেন তা অবশ্যই শর্তে উল্লেখ করবেন। আর আমি দেখলাম কিছু Z-ক্যাটাগরির লেখা প্রথম পেজ এ একসেস পায়। সেই তুলনায় আমি মনে করি, আমার পোস্ট গুলো অন্তত "D"- ক্যাটাগরির। যদি মনে হয় আমাকে আলোচ্য সুবিধা দিবেন না তাহলে আমাকে বিনা নোটিশে ব্যান কইরা দেন। তা না হইলে সুযোগ দেন।

পুনশ্চ ১ - যদি কোনো সু-হৃদয় মার্কা পোস্টার ( ব্লগার ) আমার এই পোস্ট খানা দেখেন তবে আমাকে একটু সাহায্য করবেন প্লীজ..... পুনশ্চ ২ - অামি এখন জেনারেল-এ। সেফ হওয়ার উপায় কী ???***
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।