আমাদের কথা খুঁজে নিন

   

টিপাইমুখে বাঁধ!!!!!!!!!!!!



অনেকদিন হলো ব্লগটি খুলেছি কিন্তু কিছুই লিখা হচ্ছে না। এবার লিখবই। টিপাইমুখ বলে কথা, জীবন-মরণ ব্যাপার। আমি প্রথম আমাদের নির্বাচিত কয়েকজন মন্ত্রীদের বুলি থেকে শুরু করছি... পানিসম্পদ মন্ত্রী বলেছেন, "আগে বাঁধ দেক, তারপর দেখা যাবে।" আমি উনাকে বেশী বলতে চাচ্ছি না, শুধু টিভিতে টক শো তে দেখা এক ভাইয়ের উক্তি দিয়ে ছেড়ে দিচ্ছি, " ওকে তো কালকেই কানে ধরে নামানো উচিত।" শুনে যথেষ্ঠ ভাল লেগেছে। এবার আসা যাক বানিজ্যমন্ত্রীতে। ও আসলে কি বলে ও নিজেও আমার মনে হয় কমই বোঝে। এমন একটা মানুষ কেমন করে যে আর্মিতে ছিল এটাই আমার মাথায় ধরে না, আবার ওর সাহস কতবড়........মন্ত্রী হয়েছে?????? ওইদিন সাপ্তাহিক ম্যাগাজিনে দেখলাম, ব্যাচারী সাহারা খাতূন পাগলা বাবার মাজারে গেছেন, আহারে এই যদি হয় স্বরাস্ট্রমন্ত্রীর অবস্থা, তাইলে স্বরাস্ট্র কেমনে চলবে?? আর শুধু টিপাইমুখে বাঁধ কেন, আর যত নদীনালা আছে, সবমুখেই বাধ নির্মিত হবে!!!!!! আমরা যারা দেশকে ভালবাসি, দেশের মানুষকে ভালবাসি, আমাদের অবশ্যই ভারতের এই ষড়যন্ত্র রুখতে হবে। দরকার হলে আমাদের তরুণরা আবার রক্ত দেবে..............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.