আমাদের কথা খুঁজে নিন

   

প্লাবিত ঘরবাড়ি, পানিবন্দী লাখো মানুষের নেই ঈদ আনন্দ

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ৬৩টি চর প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে ৪২ হাজার পরিবার। ভোলা ও নোয়াখালীতে জোয়ারের পানিতে ডুবে গেছে শত শত ঘরবাড়ি। নদীতীরবর্তী এসব এলাকায় পানিবন্দী মানুষের আতঙ্কে দিন কাটছে। ঈদ নাকের ডগায় উঁকি দিলেও এর অাঁচ লাগেনি পানিবন্দীদের জীবনে।

কোনো কোনো এলাকায় মসজিদ ঈদগাহ পানির নিচে চলে যাওয়ায় শঙ্কা দেখা দিয়েছে ঈদের নামাজ আদায় নিয়েও।

লালমনিরহাট : তিস্তার পানি ডালিয়া পয়েন্টে গতকাল বিপদসীমার ১০ সেমি. ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। ভারত থেকে আসা পানির তোড় আর ভারী বর্ষণের কারণে তিস্তা ব্যারাজের সব গেট খুলে দেওয়া হয়েছে। ইতোমধ্যে তিস্তার ৬৩টি চরের প্রায় ৪২ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ব্যাহত হচ্ছে ওইসব পরিবারের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।

ফিকে হয়ে যাচ্ছে তাদের ঈদ আনন্দও। পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, ব্যারাজের ভাটিতে বাইশপুকুর এলাকায় নির্মিত বাঁধের কারণে ডান চ্যানেল দিয়ে তিস্তার পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় উজানে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা। পানি বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র আকার ধারণ করছে ভাঙনও।

ভোলা : মেঘনার তীরবর্তী বেড়িবাঁধ সংস্কার না করায় ২০ গ্রামের ঈদগাহ প্লাবিত হয়ে অনিশ্চিত হয়ে পড়েছে ঈদের জামায়াত।

কোনো কোনো মসজিদ কোমর পানির নিচে। দুই মাস ধরে পানিবন্দী লক্ষাধিক মানুষের নেই ঈদের প্রস্তুতি। ঈদ আনন্দের বদলে ওইসব এলাকার মানুষের মাঝে এখন বিষাদের ছায়া। স্থানীয়রা জানান, জেলা সদরসহ পাঁচ উপজেলার প্রায় ১০ কিলোমিটার বেড়িবাঁধ সংস্কার না করায় প্রতিদিন দুই দফা জোয়ারে গ্রামের পর গ্রাম দুই-তিন ফুট পানির নিচে তলিয়ে যাচ্ছে। পুকুরের মাছ, বাগানের গাছ, ক্ষেতের ফসলসহ সব হারিয়ে তারা দিশাহারা।

জোয়ার এলেই ঘরবাড়ি ছেড়ে বেড়িবাঁধ কিংবা উঁচু রাস্তায় আশ্রয় নিচ্ছে মানুষ।

নোয়াখালী : হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের সাত হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে স্বাভাবিকের চেয়ে ৫-৬ ফুট উচ্চতায় জোয়ারের পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে ঈদ উদযাপন অনিশ্চিত হয়ে পড়বে পানিবন্দী এসব মানুষের। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেদুল ইসলাম জানান, প্লাবিত এলাকায় ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণ করা হচ্ছে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.