আমি তোমারো বিরহে রহিব বিলীন তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরস মাস গত ২-৩ বছর বিরামহীন অবর্ষণের কারণে সতেজতা হারাতেই বসেছিল এ ধরা। মোটা মাথাওয়ালারা প্রাই বলতেই বসেছিল বড় কোন প্রাকৃতিক দূর্যোগের দিকে যাচ্ছে দেশ। হয়তো হতেই পারতো প্রচণ্ড খরা। হয়তো হতেইপারতো আরেকটি সোমালিয়া। কিন্তু বিধাতার অসীম গরিমায় আগমণ ঘটিয়াছে বর্ষার।
জীবন ফিরে পাচ্ছে আবাদী জমি, বৃক্ষ তুরুলতা। নতুন করে বাঁচতে শুরু করছে মাঝি, জেলেরা। আবার হয়তো ফিরে পাবো আমরা আমাদের সেই পূরোনে উক্তিটি "মাছে ভাতে ভাঙ্গালী"। মরা, শুখনা খালগুলিতে আবার ফুটতে শুরু করবে পদ্ম, শাপলা। আবার উড়বে পানকৌড়ি, ডাহুক।
পাহাড়ি ঢল ও অতি বর্ষণে দেশের বিভিন্ন স্থানে নিচু এলাকা প্লাবিত যত্ই প্লেলাবিত হোক, তাই বলতে ইচ্ছে করছে তবুও আগমন ঘটুক এ বর্ষার! প্লাবিত হোক এ ধরা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।