আমাদের কথা খুঁজে নিন

   

আহ্বান

শুকতারা তবু "আঁধার ফুরাবে" আশ্বাস দিয়ে যায়...

কে তোরা রুখবি তারে জীবন খুলে, প্রলয় তুলে লক্ষ যুগের ফেনিল ক্ষোভ আজ উঠলো দুলে; কাদের ভুলে? রক্তে কাদের সাগর মিশে ঝড় তুলে যায় পাজর ঘেঁষে কে তোরা প্রাণ দিবি আয়, প্রাণ বাঁচাতে অনিঃশেষে।। যে আকাশ আঁধার ঘনায় বৈশাখীমেঘ-মত্ত ডানায়, যে আকাশ বজ্র হানে তোদের বুকেই; বুকের খাঁচায় সে আকাশ মাথার প'রে রাখবি ধরে, আছিস কে রে? এক ঝাপটায় ঝঞ্ঝা যা সব ধুলোর মতন ফেলবি ঝেড়ে সূর্য জ্বেলে ভরবি নীলে সেই আকাশ-ই কে আছিস হাঁক ছেড়ে আয় ঐ বয়ে যায় সর্বনাশী বুকচিতিয়ে মার তারে আজ জুতোয় পিষে কে তোরা প্রাণ দিবি আয়, প্রাণ বাঁচাতে অনিঃশেষে।। আকাশ ভরা তারার স্মৃতি দু'চোখ জুড়ে, সেই দু'চোখ আজ বুকের ভিতর ভেতর রাখ না পু'রে। যাদের চোখে বারুদ আছে জ্বলছে যারা ক্ষোভের আঁচে আয় তোরা আজ স্বপ্ন ভুলে, নোঙর তুলে ভুল যত আজ শোধরাবি চল নতুন ভুলে রক্তে হোলি আয় খেলি আজ প্রাণোচ্ছাসে। কে তোরা প্রাণ দিবি আয়, প্রাণ বাঁচাতে অনিঃশেষে।। আয়; কে তোরা প্রাণ দিবি আয়, প্রাণ বাঁচাতে, অনিঃশেষে.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।