আমাদের কথা খুঁজে নিন

   

আহ্বান

দুঃখিনী মা আমার, কেন অশ্রুতে আঁখি পূর্ণ? কেন শ্বাপদের বিষপানে আজ তুমি নীল কন্ঠী? আজও তোমার আসন কুলটার কুরুক্ষেত্র! আজও তোমার বক্ষে দালালের দাপাদাপি! আজও তোমায় নিয়ে বেসাতির আহ্বান! আজও তোমার দেহে ভিনদেশি বণিকের, মণি- মুক্তার সন্ধান! কেন যাতনা-বিবশ, বাকহারা আজ তুমি? জেগে ওঠো মা, প্রলয় শিঙ্গায় দাও ফুৎকার, চেয়ে দেখ সব সন্তান নয় কুলটা, দালাল, রাজাকার। আজও অনল-বক্ষে কাঁদে, তোমার দূঃখে যারা, কত তীব্র যাতনা নিয়ে তবু, নীরব রয়েছে তারা। হতে পারে তারা নাম না জানা অখ্যাত সন্তান, জীবন বাজি রাখিয়া দিবে শুনিলে যে আহ্বান। কুলটা, দালাল, রাজাকার হতে মুক্ত করিবে দেশ, জীবন সুধা ঢালিয়া ঘুঁচাবে তোমার সকল ক্লেশ। বুকের রুধিরে সিক্ত করিবে তোমার পূণ্য ভূমি, একবার শুধু প্রলয় শিঙ্গায় ফুৎকার দাও তুমি।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।