তিন জাতির টুর্নামেন্টে পাকিস্তান অনূধর্্ব-১৯ দলের বিপক্ষে প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার আগে সুবিধাজনক অবস্থানেই ছিল অনূর্ধ্ব -১৯ দল। গতকাল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ খেলে স্বাগতিক ইংল্যান্ড অনূর্ধ্ব -১৯ দলের বিপক্ষে। সেঞ্চুরি করেছেন বাংলাদেশের মোসাদ্দেক হোসেন। তার ১১০ রানে ভর করে ৫০ ওভারে ৪ উইকেটে ২৮৬ রানের পর্বতসমান স্কোর গড়েছে বাংলাদেশ যুব দল।
স্লীফোর্ডে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার শাহরিয়ার সুমন ও সাদমান ইসলাম ৫৭ রানের জুটি গড়েন। শাহরিয়ার ৩৫ রান করেন ৩৭ বলে। দলীয় ৬৪ রানে মেহেদি হাসান সাজঘরে ফিরলে তৃতীয় উইকেটে জুটি গড়েন সাদমান ও মোসাদ্দেক। ৩১.১ ওভারে ১৬২ রান যোগ করেন দুজনে। সাদমান ৮৬ রান করে ১২৬ বলে ১১ চারে।
সাদমান না পারলেও সেঞ্চুরি করেন মোসাদ্দেক। ১১০ রানের ইনিংস খেলেন ১১৩ বলে ৯ চার ও ২ ছক্কায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।