সুনামগঞ্জে সুরমা নদীতে যাত্রীবাহী ও বালুবাহী নৌকার মুখোমুখি সংঘর্ষে ৩৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে ১০ জন। নিহতদের মধ্যে ৯ জন শিশু ও ২৬ জন মহিলা। শনিবার রাত সাড়ে ৯টার দিকে জেলার জামালগঞ্জ উপজেলার সোনারবাগ ইউনিয়নে আলীপুর এলাকায় সুরমা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, "যাত্রীবাহী নৌকাটিতে ৫০ জনের মত যাত্রী ছিলো। কুয়াশা ঢাকা নদীতে সংঘর্ষের পর দুটি নৌকাই ডুবে যায়। পুরুষ যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। স্থানীয় লোকজন উদ্ধার কাজে নেমে পড়ে। তবে কুয়াশা ও ঠাণ্ডার কারণে উদ্ধার কাজ ব্যহত হচ্ছে।
"
তিনি রাত ১১ টার দিকে জানান, পুলিশ দুর্ঘটনাস্থলের পথে রয়েছে।
সোনারবাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হোসেন বাবলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিনি নিজে ৩৫টি লাশ গুনেছেন। " যাত্রীবাহী নৌকাটি সিলেটের ভোলাগঞ্জ থেকে কিশোরগঞ্জের ইটনা যাচ্ছিল। নিহতদের বাড়ি কিশোরগঞ্জের ইটনা ও মিঠামইন উপজেলায় বলে জানান তিনি।
নিহতদের মধ্যে রয়েছে- রফিকুল (৮), নিমা বেগম (৭), হুসনা (৩২), সাব্বির (৭), সাদিকুল (৪), আকাশ (১২), তাসলিমা (১২), কাঁকান (১০), তৌহিদা (৮), সিঁথি (৬), মিতি (১) ও আনুফা (২৮)।
তাৎক্ষণিকভাবে বাকিদের নাম জানা যায়নি।
-------------বিডিনিউজ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।