আমাদের কথা খুঁজে নিন

   

সুনামগঞ্জে হাসন রাজা লোক উৎসব

মরমী কবি হাসন রাজার ১৫৯তম জন্মদিন উপলক্ষে সুনামগঞ্জে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী হাসন লোক উৎসব-২০১৪। হাসন রাজা পরিষদের উদ্যোগে ও বাংলালিংকের সহযোগিতায় সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে রাত সাড়ে ৮টায় উৎসবের উদ্বোধন করেন একরামুল করিম এমপি।

জেলা প্রশাসক মোহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান এমপি, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ও কথা সাহিত্যক ইমদাদুল হক মিলন, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন, পৌর মেয়র আয়ুব বখত জগলুলসহ জাতীয়-স্থানীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশ করেন জাতীয় ও জেলা পর্যায়ের আমন্ত্রিত শিল্পীবৃন্দ। প্রতিদিন সন্ধ্যা ৬টায় জাতীয় ও জেলা পর্যায়ের আমন্ত্রিত শিল্পীদের গান ও রাত ১০টায় বাউল গানের আসর থাকবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.