সাধারণ মানুষ
গুগল তাদের নতুন চমক নিয়ে হাজির হয়েছে আবারও। গুগল বডি ব্রাউজারকে এক কথায় মানব দেহের গুগল আর্থ বলা যায়। এর সাহায্যে মানব শরীরের ত্রিমাত্রিক চিত্র লেয়ার বাই লেয়ার এ উপস্থাপন করা হয়েছে।
আসল মজা হল বডি ব্রাউজারের জন্য গুগল HTML 5 প্রযুক্তি ব্যবহার করেছে। কম্পিউটারে গেম খেলার সময় আপনি যেমন দেখেন আপানার ক্যামেরা দেয়াল ভেদ করে করে চলে আসে, তেমনিভাবেই আপনি যখন গুগলের বডি ব্রাউজারে জুম করবেন, তখন একই রকম ইফেক্ট পাবেন।
এটা মেডিক্যাল রিলেটেড লোকদের কাজে লাগলেও আসলে এই ইফেক্টের মাধ্যমে বিশ্ববাসীর সামনে HTML 5 ভিত্তিক Web GL এর উদাহরণ তুলে ধরা হয়েছে। বডি ব্রাউজার
বাঁয়ে যে স্লাইডার দেয়া আছে, ঐটা ওপরে নিচে করলেই বিভিন্ন লেয়ার একটার পর একটা দেখা যাবে।
মেডিক্যাল স্টুডেন্টরা ঐ পেজকে বুকমার্ক করে রাখবেন, এটা চোখ বন্ধ করেই বলা যায়।
সব ব্রাউজার এটা সাপোর্ট করে না। গুগল ক্রোমের নতুন বেটাতে এর সাপোর্ট খুব চমৎকারভাবে পাওয়া যায়।
আমি ওটা দিয়েই ট্রাই করে দেখেছি।
এছাড়াও ফায়ারফক্সের বেটা আর সাফারির বেটাতেও এটা কাজ করে বলে বলা হয়েছে। আমাদের প্রিয়(!) ইন্টারনেট এক্সপ্লোরারে এর কার্যকারিতা সম্পর্কে আমি কিছু জানতে পারি নি।
এর জন্য কিছুটা স্পিড দরকার হয় মনে হয়, চাইলে ইউটিউবে সার্চ করেই এর ডেমো দেখতে পারেন।
আরেকটা জিনিস হল Google n-gram।
এর মাধ্যমে গুগল তাদের ডাটাবেজে থাকা বইয়ের ভেতর থেকে আপনাকে ট্রেন্ড সম্পর্কিত তথ্য দেবে। যেমন, আপনি যদি ১৮০০ থেকে ২০০০ পর্যন্ত বইগুলোতে internet লিখে এটা চালান, তাহলে আপনি দেখতে পাবেন যে ১৯০০ এর পর এটা নিয়ে কিছু শব্দ বইতে ছিল, কিন্তু ১৯৮০ এরপর থেকেই এটা নিয়ে শোরগোল শুরু হয়েছে। গুগল তাদের সাইটে আরেকটা উদাহরণ দিয়েছে যেমন, "nursery school" (একটা 2-gram বা bigram), "kindergarten" (একটা 1-gram বা unigram) এবং "child care" (আরেকটা bigram)
n-gram এর লিংক
n-gram এর কিছু ব্যাখ্যা
উইকির n-gram বিষয়ক লিংক
এখানে দেখতে পাবেন যে child care শব্দটা ১৯৬৫ এরপর থেকে বেশিবার উল্লেখ হচ্ছে। আর নার্সারি (nursery) শব্দটার জনপ্রিয়তা দিনকে দিন কমছে।
এরকম ভাবে যেকোন শব্দের ব্যাপারে জানতে পারবেন, আর সময়সীমা (time range) ঠিক করে দেবার ব্যাবস্থাও আছে
ট্রাই করে দেখুন, আশা করি ভাল লাগবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।