আমাদের কথা খুঁজে নিন

   

RANGS ভবন ভাঙা হল, বেল টাওয়ার ভাঙা হচ্ছে না কেন?



রাস্তার ওপর অবৈধভাবে নির্মাণের কারণে তত্ত্বাবধায়ক সরকারের আমলে RANGS ভবন ভাঙা হয়। সেই একই ধারায় বেক্সিমকোর গুরুত্বপূর্ণ কার্যালয় বেল টাওয়ারও কি ভেঙে ফেলা উচিৎ নয়? ধানমণ্ডি আবাসিক এলাকায় এই কয়দিন আগ পর্যন্ত ছয়তলার বেশি দালান নির্মাণ করা যেত না। কিছুদিন আগে জমির ৪০ শতাংশ জায়গা ছাড়ার শর্তে ছয়তলার অধিক ভবন নির্মাণের নতুন নীতিমালা গৃহীত হয়। ধানমাণ্ডি ০১ নম্বর সড়কে অবস্থিত "বেল টাওয়ার" যখন নির্মিত হয় তখন ধানমণ্ডি আবাসিক এলাকায় ছয়তলার অধিক উচ্চতার ভবন নির্মাণ করা যেত না। তার থেকেও বড় কথা যে জায়গায় ভবনটি নির্মাণ করা হয়েছিল সেটি আসলে রাস্তা ছিল। সেটি ছিল ধানমণ্ডি এক নম্বর সড়কের সাথে ঢাকা কলেজের পেছনে অবস্থিত নায়েম সড়কের সংযোগ সড়ক। সরকারি রাস্তার ওপরে অবৈধভাবে গড়ে ওঠা এই বেল টাওয়ারের কারণে আজ ধানমণ্ডি থেকে নিউমার্কেট যাওয়ার একমাত্র রাস্তা হয়ে উঠেছে মিরপুর রোড। আজ যদি ধানমন্ডি ০১ নং সড়ক থেকে নায়েম সড়কে সরাসরি যাওয়া যেত তাহলে ০১ নং সড়ক সংলগ্ন সায়েন্স ল্যাব এলাকার রিকশার সড়কে যে ভয়াবহ যানজট সৃষ্টি হয় তা বন্ধ হত অনেকাংশে। সবচাইতে বড় কথা, রাষ্ট্রের জায়গার ওপর কি করে একটি অবৈধ ভবন দিনের পর দিন বহাল তবিয়তে টিকে থাকে? জনাব সালমান এফ রহমানের প্রতিষ্ঠান বেক্সিমকো বলেই কি এই অন্যায়ের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।