ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেবিট কার্ড চুরি করে এটিএম বুথ থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
মাহবুব রেজা জনি (২৬) নামের এই যুবককে মঙ্গলবার মধ্যরাতে রাজধানীতে গ্রেপ্তার করা হয়। সে ডেবিট কার্ডের মালিক ধানমণ্ডির ঝিগাতলা এলাকার মো. আল মাসুদের প্রতিবেশী ছিলো। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
র্যাব-৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আল মাসুদ স¤প্রতি স্টুডেন্ট ভিসা নিয়ে লন্ডনে যায়।
যাওয়ার সময় ইস্টার্ণ ব্যাংকে তার একাউন্টে ১২ লাখ ৩৫ হাজার টাকা ছিল। সে লন্ডন যাওয়ার পর তার বাবার টাকার প্রয়োজন হয়। তার বাবা টাকা তুলতে ব্যাংকে গিয়ে দেখেন সংশ্লিষ্ট হিসাবে উল্লেখিত পরিমাণ টাকা নেই।
পরে মাসুদ তার বাবাকে জানায়, ডেবিট কার্ডটি ঢাকায় থাকার সময় হারিয়ে গেছে।
মাসুদ আরো জানায়, ঝিগাতলায় থাকার সময় পাশের ফ্লাটের জনির সঙ্গে তার পরিচয় হয়।
জনিই কৌশলে তার ডেবিট কার্ডটি চুরি করে।
ডেবিট কার্ড দিয়ে ইস্টার্ণ ব্যাংকের বুথ থেকে বিভিন্ন সময়ে তিন লাখ ২০ হাজার টাকা তোলার কথা জনি স্বীকার করেছে বলে র্যাব জানায়।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।