ব্যাংকিং প্রোডাক্ট হিসাবে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড এর ভূমিকা কতখানি?
আধুনিক ব্যাংকিং সেবার অংশ হিসেবে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড এর ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। সাধারণ ব্যাংকিং সেবা গুলো পেতে হলে একজন গ্রাহককে সরাসরি ব্যাংকে উপস্থিত হতে হয়। কিন্তু ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড ব্যবহারের মাধ্যমে ব্যাংকের পাশাপাশি অন্য যেকোন অনুমোদিত টার্মিনাল ব্যবহার করে টাকা উত্তোলন বা কেনাকাটায় মূল্য পরিশোধ করা সম্ভব। একজন গ্রাহকের সার্বক্ষনিক আর্থিক প্রয়োজন মেটাতে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড এর ব্যবহার এখন ক্রমেই বাড়ছে। যে কারনে ব্যংকগুলো এ খাতে আগের চেয়ে বর্তমানে অনেক বেশি আগ্রহ দেখাচ্ছে।
ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড এর সবচেয়ে বড় সুবিধা হল নগদ টাকা বহন করতে হয় না এবং ঝুকি কম। এজন্য বাণিজ্যিক ব্যাংকগুলি ব্রান্ডেড কার্ড যেমন Visa, Master, Amex card , প্রমোট প্রমোট করছে।
বাংলাদেশের প্রেক্ষাপটে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড এর সম্ভাবনা কেমন ?
যদিও বাংলাদেশের অর্থনীতিক বাজার অনেক ছোট তবে প্রতি বছর এ বাজারের আকার বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে দেশের বিকাশমান অর্থনীতিতে মধ্যবিত্ত শ্রেনীর একটি বিরাট অংশ বয়সে তরুন এবং তথ্য প্রযুক্তির সেবা গ্রহনে আগ্রহী। একটি ক্রেডিট কার্ড একজন কার্ড হোল্ডারের ক্রয় ক্ষমতা বাড়িয়ে দেয়।
যে কারনে আধুনিক মধ্যবিত্ত শ্রেনীর কাছে এর উপযোগিতা অনেক বেশী যা বাংলাদেশের বাজারে এই সেবার উজ্জল সম্ভবনার ইঙ্গিত দেয়। বর্তমানে আমাদের দেশে ক্রেডিট কার্ড এর মাধ্যমে পেমেন্ট গ্রহন করে এমন মার্চেন্ট এর সংখ্যা ক্রমেই বাড়ছে। এছাড়া বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান তাদের অফিসারদের স্যালারি একাউন্টের বিপরীতে ডেবিট কার্ড গ্রহনে উৎসাহিত করছে। সবমিলিয়ে এই সেবার পরিধি ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে।
ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড সেবা প্রদানে আপনাদের ফোকাস ঢাকা শহর ভিত্তিক নাকি দেশব্যাপী ?
আসলে ঢাকা শহরে খুব অল্প পরিসরে অনেক বেশী সম্ভাব্য কার্ড হোল্ডার রয়েছেন।
তবে দেশের অন্যান্য অঞ্চলেও গ্রাহকেরা ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড এর ব্যপারে আগ্রহী হয়ে উঠছেন। বর্তমানে ঢাকা সহ সারাদেশে সাউথইষ্ট ব্যাংকের ৭৬ টি ব্রাঞ্চ থেকে আমরা ডেবিট কার্ড/ভিসা ব্রান্ডেড ক্রেডিট কার্ড সার্ভিস দিচ্ছি। ডেবিট কার্ড/ভিসা ব্রান্ডেড ক্রেডিট কার্ড এর সকল সুবিধা আমরা দিয়ে থাকি (চেকে টাকা উঠানো, এটিএম থেকে টাকা উঠানো, ভিসা লোগো চিহ্নিত মার্চেন্ট সপ বা আউটলেটে কার্ড চার্জ এর মাধ্যমে মূল্য পরিশোধ, অনলাইনে মূল্য পরিশোধ ইত্যাদি)। তবে আমাদের সার্ভিস চার্জ খুব কম আর ডেবিট কার্ড এর ক্ষেত্রে প্রথম বছর সার্ভিস চার্জ সম্পূর্ন ফ্রি। আমাদের গ্রাহকগণ Shared network এর মাধ্যমে দেশব্যাপী DBBL-এর ১০০০ এর অধিক এটিএম বুথ থেকে নগদ উত্তোলন করতে পারবেন।
সারাদেশে আগ্রহী গ্রাহকগণ সাউথইষ্ট এর ব্রাঞ্চগুলোতে যোগাযোগ করে এই সেবা পেতে পারেন।
একজন কার্ড হোল্ডার কিভাবে তার ডেবিট কার্ড /ক্রেডিট কার্ড এর সর্বোত্তম ব্যবহার করতে পারে ?
ধারাবাহিকভাবে কার্ডের ব্যবহারের মাধ্যমে একজন কার্ড হোল্ডার তার কার্ডের বিভিন্ন ব্যবহারিক প্রয়োগ ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বেশী বেশী জানতে পারবেন। শপিং এর ক্ষেত্রে মূল্য পরিশোধে অথবা কার্ড চেক ব্যবহার করে টাকা উঠালে গ্রাহক ৫০ দিন পর্যন্ত ইন্টারেস্ট ফ্রি পিরিয়ড উপভোগ করতে পারবেন। সাধারনভাবে গ্রাহকের নিয়মিত আয়ের একটি অংশ আলাদা করে জমিয়ে রাখা যায় যা ক্রেডিট কার্ড এর মিনিমাম পেমেন্ট পরিশোধ করতে সাহায্য করে। আর প্রতিটা লেনদেনের শেষে যে মিনি স্লিপ পাওয়া যায় সেগুলিও ব্যবহারকারীর সংরক্ষণ করে রাখা উচিত (ষ্টেটমেন্ট প্রাপ্তি পর্যন্ত)।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।