আমার খুব কষ্ট হয়, যখন RAJAKAR বানানটা বাংলা বর্ণমালায় লিখা হয়। এটা বর্ণমালার জন্য অপমান।
সেদিন আমার পূর্ব পুরুষেরা রুখে দাঁড়িয়েছিল বিপুল বিক্রমে
বীরাঙ্গনা 'মা' আমার লজ্জাবনত হাতে খামচে ধরেছিল
একমুঠো বিশুদ্ধ মাটি।
কৃষক-শ্রমিক-মজুর-বৃদ্ধ হয়ে উঠেছিল
এক একজন ফিল্ড মার্শাল।
তোদের শাস্ত্রীয় যুদ্ধজ্ঞান কে বুড়ো আঙ্গুল দেখিয়ে
১২ বছরের ছেলে হয়ে উঠেছিল বীরপ্রতীক গেরিলা।
বুকের পাঁজর খুলে তাই দিয়ে বানিয়েছিল তোদের মৃত্যু ফাঁদ।
তোরা সেই খাঁচায় তড়পাতে তড়পাতে
সেদিন হাত জোর করেছিলি।
নয়টি মাসের প্রসব যন্ত্রণায় দেশমাতা আমার ডুকরে ঊঠেছিল;
তোরা মরে গেছে ভেবে উল্লাস করেছিলি।
মনে পড়ে?
আমার দেশের পশুগুলো হাত মিলিয়েছিল তোদের সাথে!
তোরা রাজাকার জানিস
মুক্তিযোদ্ধা জানিস না
তোরা যুদ্ধ জানিস,
বাঙ্গালি জানিস না।
তবে শোন,
এক একজন শহীদের বুক ছিল ৫৫ হাজার বর্গ মাইলের সমান প্রশস্ত।
তোদের সমস্ত পদাতিক সেখানে খড়কুটোর মতই নগণ্য।
এক একজন গেরিলা ছিল বাতাসের মত বিস্তীর্ণ-
তোদের জন্য যা ছিল ঝড়ো হাওয়া।
তোরা স্রেফ 'নেই' হয়ে গেছিস এই দিনে।
বিঃদ্রঃ শিরোনামটি শ্রদ্ধেয় শুভাষ দত্ত'র থেকে ধার নেয়া।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।