আমাদের কথা খুঁজে নিন

   

বাটপারির আরেক নাম বীমা কোম্পানি

বিনা অপরাধে যারা শাস্তি পায়, তাদের কষ্ট শেয়ার করা যায় না।
সুন্দরী মেয়েরা যেমন ছেলে ঘুরাইয়া আনন্দ পায়, তেমনি বাংলাদেশের বেকার ছেলেরা অনেক জায়গায় হোছট থাকে। আমরা ডেসটিনিকে খারাপ বলি, তারা খালি চাঁন্দের সপ্ন দেখায়। কিন্তু আমাদের এই দেশে কত ধরনের বাটপারি চলে, শুধু ভুক্তভুগিরা জানে। মানুষ ধরা খায়, আর অভিঞ্ঝতা অর্জন করে।

বাংলাদেশে চাকরি নাই, আবার খুঁজতে গেলে চাকরিরও আভাব নাই। কত যে অখ্যাঁত-কুখ্যাঁত কোম্পানি আছে চাকরির বাজারে, তা আপনারা কম বেশী ভালই জানেন। একটা জিনিস আপনারা খেয়াল করছেন কি? বাসে পারটাইম, ফুল টাইম অনেক চাকরির বিঞ্ঝাপন দিয়ে থাকে(বেতন ৮০০০-১০০০)। এই চাকরির গ্রহনযোগ্যতা কতটুকু? আধো কি এই চাকরি থেকে টাকা পাওয়া যায়? আর কত সংখ্যক লোকই বা প্রতারিত হচ্ছ। এ ব্যপারে সরকার বা কি পদক্ষেপ নিচ্ছে? সরকার দাদাদের সার্থরক্ষায় যতটুকু সচেতন, এইসব ব্যাপারে কতটুকু সচেতন? এবার আসি বীমা কোম্পানির দিকে; মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি , পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ইত্যাদি।

এরা যারা বিভিন্ন পত্রিকায় অফিস সহকারি পদের জন্য চাকরির বিঞ্ঝাপন দেয় এবং বলে সরাসরি যোগাযোগ করতে। এদের আফিসে গেলে প্রথম ৩০ টাকা এন্টি ফি নামে টাকা নেয়। পরে ভাইবা হয়। মজার ব্যাপার হলো ভাইবায় কেউই ফেল করে না। চাকরি করতে চাইলে ট্রেনিং করতে হ্য়।

ট্রেনিং করতে আবার ২২০ টাকা দিতে হয়। ট্রেনিং এ ৫-৭ দিন ঘুরাবে। শতকরা ৮০ ভাগ লোকই এতে বিরক্ত হয়ে যায়, তারা আর আসে না। আর ২০ ভাগ লোক যারা থাকে তাদের বলে, আপনি যেহেতু জীবন বীমা প্রতিষ্টানে চাকরি করবেন; আপনাকে একটা পলিসি খোলতে হবে। এই হলো এদের কাজের ধরন।

আমি শুধু বীমা কোম্পানির কথাই বললাম। এ জাতিয় বাটপারি আপনার কল সেন্টার ট্রেনিং, 3D কাজ করার ট্রেনিং, আরও অনেক ট্রেনিং প্যাকেজ রয়েছে। আমি এদের বাটপার বলব এই কারনে তারা চাকরির বিঞ্ঝাপন দেয়, পরে বলে এই কোর্স করলে আপনি চাকরি পাবেন নিশ্চত। তার মানে কি দাঁড়ায়? ছ্যাঁকা খেলে যেমন মেয়েদের চিনা যায়, ডুস খলে বুঝবেন চাকরির বাজারে কত বাটপারি আছে।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।