www.theeconomist2011@yahoo.com
আমাদের বিজয়ের মাস ডিসেম্বর। প্রতিটি ইলেক্ট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়া ব্যাপকভাবে আমাদের পূর্ব পুরুষদের সংগ্রাম, ত্যাগ ও দুঃখ-কষ্টের বিশদ বিবরণ তুলে ধরছেন বর্তমান প্রজন্ম কে জানানোর মহান ব্রত নিয়ে। কেন জানি মনে হয় এসব প্রচারণা তাদের অন্তরের নয়, কেবল নিজেদের স্বাধীনতার পক্ষের মহান সৈনিক হিসাবে জানানোর জন্য। কারণ তাদের অন্যান্য কর্মকান্ড গুলোও আমাদের বিবেচনায় নিতে হবে, বুঝার জন্য যে, কে বা কারা আমাদের প্রকৃত দেশপ্রেমী। সারাদিন মুখে ফেনা তুলে বললেও কেউ কেউ দেশপ্রেমিক হতে পারবেনা।
আবার নিররে থেকেও আমাদের অনেক দেশপ্রেমী নাগরিক দেশের মঙ্গল কামনায় কাজ করছেন। বিশ্বাস করি নিরপেক্ষ দৃষ্টিতে দেখলে আমার সাথে একমত হবেন। আমাদের দেশপ্রেম প্রমানিত হবে দেশের মানুষের জন্য আমাদের দরদ কত, তাদের জন্য আমরা কি করছি-এসবের ভিতর দিয়ে। দেশপ্রেমিক মিডিয়া, কিংবা দলীয়দের কি বাংলাদেশী হত্যার প্রতিকার, বিচার, কিংবা এ বিষয়ে প্রতিবাদ জানানো দেশপ্রেমের মধ্যে পড়েনা? নাকি কে মারলো সেটা বিবেচ্য, কে মরলো সেটা বিবেচ্য নয় এসব দেশপ্রেমিকদের কাছ?
যে বিষয়টি আমাকে দারুন আহত করেছে, তা হলো আর্ন্তজাতিক সংস্থা ’’হিউম্যান রাইট ওয়াচ ও অধিকার’’ এর সংবাদ সম্মেলনে প্রদও দেওয়া একটি তথ্য। তাহলো প্রতি ৪ দিনে ১ জন করে বাংলাদেশী নিহত হচ্ছেন ভারতীয় বিএসএফ এর হাতে।
আমার জানা মতে পৃথিবীর কোথাও দুটি স্বাধীন দেশের সীমানায় এক দেশের বাহিনী কর্তৃক অপর দেশের সাধারণ নাগরিক এভাবে খুন হননা। যেসব দেশের চরম বিরোধ সেসব দেশের ক্ষেত্রেও এমন হয়না। যেমন উত্তর ও দক্ষিন কোরিয়া, ভারত-পাকিস্তান, ভারত-চীন, মায়ানমার-থাইল্যান্ড সীমান্তের কথা বলা যায়। অবাক হই যখন ভাবি ভারত আমাদের বন্ধু দেশ। আমাদের সবচেয়ে বড় বানিজ্যিক রপ্তানীকারক দেশ।
বহু বিষয়ে তাদের সাথে ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান।
তারপরও কেন তারা এভাবে আমাদের মতো শান্তিকামী গরীব দেশের গরীব মানুষ গুলোকে কেন মারছে। এটা বুঝতে আমার কষ্ট হয়। কেউ কি বিষয়ে একটি লেখা লিখবেন? মনস্তত্বটি আমার খুব জানতে ইচ্ছা করে।
ভারতের এহেন মানসিকতা বিবেচনায় আমার একটি প্রশ্ন থাকলো কেন ভারত আমাদের মুক্তিযুদ্ধে সাহায্য করলো? কেন আমাদের শরনার্থীদের সাহায্য করলো, কেন বিমান, সৈন্য দিয়ে আমাদের সাহায্য করলো? যদিও তাদের অনেক সৈন্য শহীদ হবে, তা তারা জানতেন।
তারপরও তারা ক্ষতিস্বীকার করেও কেন সাহায্য করেছিল। আর আজকে তাদের আচরণ দেখে মনে হয়, বাংলাদেশের মানুষই কেবল তাদের সবচেয়ে বড় শত্রু। অথচ বাংলাদেশীরা শান্তিপ্রিয় যুগ যুগ ধরে, আমাদের পররাষ্ট্রনীতির মূল কথাই হলো‘‘সকলের সাথে বন্ধুত্ব, কারও প্রতি শত্রুতা নয়’’। আমরা ভারতের কি ক্ষতি করছি, কেন আমাদের তারা পাখির মতো গুলি করবে?
আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার কারণ- জানাতে যে কেউ যদি একটি গবেষণা ধর্মী লেখা পোস্ট করেন, উপকৃত হবো। আমি কোন ভাবেই মেলাতে পারিনা- বর্তমানে বর্ডারে বিএসএফ কর্তৃক বাংলাদেশী কিলিং এবং মুক্তিযুদ্ধে ক্ষতি স্বীকার করেও সহযোগিতা করার কারণ কি কি?
সংবাদ সম্মেলনের লিংক দিলাম, প্রয়োজনীয় মতামত ও সহযোগিতা যদি চান।
Click This Link
Click This Link
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।