একা এই জীবন সমুদ্রে চলছি
আমার ইল্যান্স একাউন্টে কিছু টাকা জমছে। আগে আমি মানিবুকারস এর মাধ্যমে ট্রান্সফার করতাম। কিন্তু মানিবুকারস এ আমার একাউন্টকে Merchant Account এ কনভার্ট করে দিছে। আমার ৩.৯% ফি কাটে এখন । তাই ইল্যান্স থেকে আমি সরাসরি আমার ব্যাঙ্ক একাউন্টে ট্রান্সফার করতে চাই। এজন্য আমার কিছু সাহায্য প্রয়োজন। কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে সাহায্য করলে আমার উপকার হয়-
* আমার একাউন্ট ডাচবাংলা ব্যাঙ্কে। SWIFT CODE দেবার সময় কি ব্রাঞ্চ এর SWIFT CODE কোড দেবার প্রয়োজন আছে? যেমন- ডাচবাংলা ব্যাঙ্কের একটি শাখার SWIFT CODE হচ্ছে DBBLBDDH 101 আমার কি 101 দেয়ার দরকার আছে? নাকি শুধু DBBLBDDH দিলেই হবে?
*BANK ADDRESS কি দিব? আমার একাউন্টের শাখার এড্রেস দিব নাকি ব্যাঙ্কের প্রধান শাখা? সমস্যা হল এই ফিল্ডটা কমা(,) সাপোর্ট করে না। কমা ছাড়া কেমনে বাংলাদেশি এড্রেস লিখব?
*Purpose of Payment কি দিব? অপশন আছে- Contractor paymment,Wages,salary,Personal
*Intermediary Bank কি এড করার দরকার আছে? থাকলে কি এড করব?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।