আশা করি সবাই ভালো আছেন। আমাকে যারা চিনেন তারা অনেকেই জানেন আমি শুধু টিউটোরিয়াল নিয়ে হাজির হই। কিন্তু আজকে আমি কোন টিউটোরিয়াল নিয়ে আসি নি। একটি খবর শেয়ার করতে চলে এলাম। কারো জন্য খবরটি আনন্দজনক, কারো জন্য চিন্তার।
আজকে একটা ইমেইল পেলাম ওডেস্ক ও ইল্যান্স থেকে। ইমেইলটা নিম্নরূপ:
এছাড়া তাদের ব্লগের মাঝেও খবরটি রয়েছে। প্রথম আলো পত্রিকায় এই নিয়ে একটি প্রবন্ধও প্রকাশিত হয়েছে। চাইলে নিচের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন।
আমি মনে করি এটি খুবই খারাপ সিদ্ধান্ত।
ওডেস্ক থেকে ইল্যান্স হাজার গুণে ভালো ও উন্নত মানের। কেন?
ওপর দিকে যদি ইল্যান্স এর কথা চিন্তা করি, তবে ইল্যান্স এ এই সব সমস্যা তুলনা মূলক ভাবে অনেক কম। আর তাই যদি ওডেস্ক ও ইল্যান্স এক হয়ে যায় তবে,
তাই আমার মনে হয় দুই ওয়েবসাইটকে এক করা ঠিক হবে না। আর করলেও ইল্যান্স এর নিয়ম গুলো পুরোপুরি মেনে চলা উচিত। আপাতত তারা বলছে, এই দুটি প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে এবং নতুন একটি প্রতিষ্ঠান গড়ে তুলবে যা অনলাইনে বৃহত্তর মার্কেটপ্লেস হিসেবে গড়ে উঠতে পারে।
যাই হোক, এখানে আমাদের তেমন কিছু করার নেই। তবে ব্যবহারকারীর যে কোন পরামর্শ, পছন্দ বা অপছন্দ সম্পর্কে তাদের জানাতে চাইলে নিম্নোক্ত ইমেইলে যোগাযোগের জন্য বলা হয়েছে:
এতক্ষণ যারা আমার টিউনটি পড়েছেন ও যারা ফ্রীলান্সার আছেন তারা আশা করি বুঝতে পেরেছেন আমি টিউনটি কেন করেছি। তাই আপনার মতামত উপোরুক্ত ইমেইলে পাঠিয়ে ভবিষ্যৎ ওডেস্ক ও ইল্যান্স তৈরিতে সাহায্য করুন। সবাই ভালো থাকবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।