আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বাসি মুসলিমদের জন্য ফেসবুকের একটি প্রয়োজনিয় পেজ

ব-দ্বীপ মানে বদ্‌ দের দ্বীপ না কিন্তু। দয়া করে কেউ ভুল বুঝবেন না। যদিও বাংলাদেশের অবস্থা দেখে ভুল বোঝা স্বাভাবিক।

ফেসবুকে একটি পেজ ও তার নাম দেখে খুব ভাল লেগেছিল। নামটি হচ্ছে Oh Allah, make "la ilaha illallah" my last words in this life এই পেজটিতে প্রতিদিন মিনিমাম ৩-৫ তা হাদিস বা কোরআনের বাণী দেয়া হয়।

যেহেতু আমাদের অনেকেরই কোরানের অর্থ বুঝে পড়া হয় নাই, এছারা অনেকেরই হাদীস বা কোরআনের অনেক বাণী জানা নাই তাদের জন্য এ পেজটি হতে পারে আদর্শ। কেননা দৈনন্দিন জীবনের ব্যাস্ততায় হাদিস বা কোরআন নিয়মিত পড়া হয় না। এছারা প্রয়োজনিয় অনেক হাদিস অনেক সময় খুজে পাওয়া যায় না। যেহেতু এই পেজে খুব বেছে বেছে গুরুত্ত্বপূর্ন হাদীসগুলো দেয়া হয়, সেহেতু আমরা যারা নিয়মিত ফেসবুকে লগইন করি তারা খুব সহজেই এগুলো নিয়মিত জানতে পারব। ফলে অনেক প্রয়োজনীয় কোরাআনের বাণী বা হাদিস নিয়মিত আপনার পড়া হয়ে যাবে বিশেষভাবে আলাদা কোন সময় দেয়া ছারা।

এছারা এই পেজে কিছু ভিডিও ও এক্সক্লুসিভ পিকচারও দেয়া আছে। আমার মনে হয় পেজটি সবার ভাল লাগবে এবং কাজে লাগবে। ফুল লিংক: Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।