আমাদের কথা খুঁজে নিন

   

আমি ছাগুদের কেউ না শ্রেফ একজন ধর্মে বিশ্বাসি

হৃদয়ের কথা সূর্যের মত যদি না বলিস ডুবে যাবে সন্ধার জলে...

নাস্তিক গং- ধর্ম শব্দটা যে আপনাদের জন্য নয় সেটা ভাল করেই যানি। আপনারা ধর্মে বিশ্বাস করেন না ভাল কথা কিন্তু অন্যের ধর্ম নিয়ে আপত্তিকর কথা বলে কি এটা পরিচয় দিতে চান যে আপনারা.. সেটা বললাম না। আপনাকে কি কেউ ধর্ম বিশ্বাস করাতে গিয়েছে, আপনি আপনার যায়গায় থাকেন। ছোট্ট একটা ব্যাখ্যা দেইঃ মহান আল্লাহ পাক ইবলিস কে যখন বলিছিলেন আদম (আঃ) কে সেজদা করতে তখন ইবলিস আল্লাহর কথা অমান্য করেছিলেন তখন তাকে আল্লাহ পাক সয়তান উপাদি দিয়ে বেহেস্ত হইতে বহিস্কার করেছিলেন। লক্ষ করুন- ইবলিশ এবং আদম (আঃ) উভয়ই আল্লাহর তৈরী এবং একজন মাটির অন্যজন আগুনের তৈরী।

আল্লাহ যদি অসীম ক্ষমতার হন তবে তাহার কথা অমান্য করার কারনে কেন তিনি ইবলিশকে সাহেস্তা করতে পারলেনা? এতেই কি প্রতিয়মান হয়না যে আল্লাহ অসীম ক্ষমতার নয়? আল্লাহপাক পরে বলেছেন মানুষ জাতিকে পরীক্ষা করার জন্য ইবলিশ শয়তান কে প্রেরন করেছেন। আল্লাহ যদি পৃথিবীর মানুষ সহ সমগ্র জাতিকে তৈরি করে থাকেন এবং তিনি যদি সব ক্ষমতার মালিক হয়ে থাকেন, মানুষও তাহার দ্বারা তৈরি তাহলে মানুষ কেন তাহার কথা শুনবেনা তাহার কথা মানবেনা? আল্লাহর পথে চলার তাহার কথা শুনার জন্য নিশ্চই মানুষের ভিতর কিছু একটা দিয়ে দিতে পারতেন। যাইহোক এই সব অনেক যুক্তি আর ব্যাখা দেওয়া যায় আর বৈজ্ঞানীক ব্যাখ্যা নাইবা দিলাম। তো তাতে হইছে কি আমি ধর্ম বিশ্বাস করি। আপনারা বিশ্বাস করবেন কি না করবেন আপনাদের বেপার, আপনাদের কি কেউ গাবতলীর গজালী দিয়া বেত্রাঘাত করিয়া বলিচ্ছে ধর্ম গ্রহন করতে? আমি না ছাগুদের দলে না অন্য কারো আমি শ্রেফ একজন ধর্মে বিশ্বসি এবং ধর্ম পালন কারি।

অপনারা সব ধর্ম নিয়াতো অপপ্রচার চালান না সেটা সাবরই জানা শুধু ইসলাম'ই আপনাদের বুকের জ্বালা মাথা ব্যাথার কারন। আপনাদের যেন কোন ধর্মেই যায়গা না হয় এইসব ভন্ডামি বাদ দিয়ে নিজের চরকায় ওয়েল মারেন নাস্তিক যদি একটি ধর্ম মনে করেন তাহলে প্রচার চালান আর অন্য যে কোন ধর্ম নিয়ে ভন্ডামি করে নিজেদেরর নাস্তিকতার প্রচার চালানো কাপুরুষতা নয় কি। নিজে সাফল্য পেতে অন্যকে হিংসা পরায়ন এবং অন্যকে হেওপ্রতিপন্ন করে নয়- এটা নিশ্চই একজন বিবেকবান মানুষ হিসাবে আপনাদের নিতি তো ইসলামের ঠেংঙ্গে ধইরা কামরানের কি দরকার নিজের ভয়ংকর অতিপক্ক জ্ঞান নিজের ভিতরেই রাখুন না। যদিও আপনাদের এইসব মাতলামী আর অতলামী হাসরি খোরাক হিসাবে স্বাস্থকর। ধর্মান্ধ যুক্ত ব্লগ আমিও চাইনা এর মানে ইনা যে কেউ তার ধর্ম নিয়ে কিছু বলতে পারবেনা লিখতে পারবেনা আর আপনারাতো মুখে বলতাছেন ধর্মান্ধ মুক্ত ব্লগ চাই আর কাজে নাস্তিকতাকেই একটা ধর্ম বানাইয়া এই ব্লগে যা করতেছেন সেটা অতি বারাবারি এবং অতি রঞ্জিত।

কারোর ধর্ম নিয়ে বারাবারি করা আপনদের এই অধিকার নেই। আপনাদের কথামত এই ব্লগ ছেড়ে আমরা কখনই যাবনা কিন্তু এই ব্লগটাকে আপনারা দিন দিন আপনাদের বাসার মত আপনাদের চরিত্রের মত আপনাদের জীবনের মত নোংরা করার পায়তারা করে যাচ্ছেন। মাঠে প্রতি পক্ষ না থাকলে খেলে কি মজা পাওয়া যায়? হা আপনারা হয়তো ধর্মকে খেলার মাঠের প্রতিপক্ষ মনে করছেন আমরা না। ধর্মের কোন প্রতিপক্ষ নেই এবং আমাদেরও না। জানি আপনাদের মত কিছু মানুষ রূপী উম্মাদতো ঠেং এ কামরাতে চাইবেই তাদের কে কি আর করব সহনুভূতির জন্য পায়ের নোংরা চটিটার আপনাদের কামরাতে দিতে আমার আপত্তি নেই, সে জন্য আপনাদের বার বার নিমন্ত্রন।

সৃষ্টিকর্তা যেন ভুল করেও আরেকবার আপনাদেরকে জন্ম না দেন। আর এইবারের ভুলের জন্য প্রয়ষ্চিত্য যেন আমাদের মত ধর্ম বিশ্বাসিদের দিয়ে করিয়ে নেন, আমিন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।