আমাদের কথা খুঁজে নিন

   

পরবর্তী নোভেল কার? শেখ হাসিনার নাকি- গাজী মোঃ ইলিয়াসের?

হৃদয়ের কথা সূর্যের মত যদি না বলিস ডুবে যাবে সন্ধার জলে...

বিশ্বের কোন দেশের কোন ব্যাক্তি এত তারাতারি সেলিব্রেটি হতে পেরেছেন? আজ সাড়া বিশ্বের লাখ লাখ বাঙ্গালীর মুখে মুখে একটি নাম, মাত্র কয়েক ঘনটায় ফেইসবুকে এই বিশিষ্ট ব্যাক্তির নামে ২২টি ফ্যান ক্লাব তৈরী এবং এই অতি স্বল্প সময়ের মধ্যে প্রায় ২০ হাজার ভক্ত! বিভিন্ন ব্লগে, বিভিন্ন কমিনিউটি ওয়েব সাইট সহ আর অনেক রকমের ওয়েব সাইটেও একি জল্পনা, ইন্টারনেট ব্যাবহার করে না এমন অগনিত ভক্ত সহ সব জায়গায় এক জনেরই প্রধান্য। , বিশেষজ্ঞ সহ আম জনতা ঘন্টা ঘন্টা সময় অপচয় করে হাজার হাজার লাইন লিখছেন তার কার্যকলাপ নিয়ে। । টপ অব দ্যা নিউজ- উকিলিকস, ব্রিটিশ ষ্টুডেন্ট ফি বর্ধন, কানকুন সম্মেলন কিংবা দেশী নিউজ ডঃ ইউনুছ এর দরীদ্র ফাঁদ, খালেদা হাসিনার বাড়ীর হিসাব, সোমালিয়ায় বাংলাদেশী জাহাজ ছিনতাই, রেল দূর্ঘটনা সহ সব খবর হটিয়ে একজনের একক অধিপত্য তিনি আর কেউ নন আমাদের গর্ব জনাব গাজী মোঃ ইলিয়াস। ।

শেখ হাসিনা যেখানে বছরের পর বছর সাধনা করে ডজনে ডজনে ডিগ্রি অর্জন করেও সকল মানুষের অস্থা অর্জন করতে পারেননি অনেক কিলাকিলি করেও ডঃ ইউনুছ কে হঠাতে পারেননি অথচ মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে গাজী মোঃ ইলিয়াস। দেখিয়েছেন কিভাবে ধর্ম বর্ণ এবং রাজনৈতির উর্ধে থেকেও অতি অল্প সময়ে জনপ্রিয়তা অর্জন করা যায়। । । তিনি আমাদেরই গর্ব আমরা তাহার কল্যানে অরেকটি নোভেল হয়ত পেতে যাচ্ছি।

আসুন তাহার নোভেল প্রপ্তির দাবী আরও জোরালো করি- এবং বজ্রকন্ঠে আওয়াজ তুলি- গ্রিনিজ ওয়ার্ল্ডে রেকর্ড চাইনা- অমরা আরেকটি নোভেল চাই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।