দৈনন্দিন জীবনে যা ঘটছে মাঝে দিনলিপি আকারে ঐগুলা নিয়েই লিখবো ভাবছি.। জানি আপনারা পড়বেন। কিন্তু পড়ার সময় মনে রাখবেন এটা আমার ডায়েরী। আমার চিন্তা ভাবনায় যা আসে নির্দ্বিধায় লিখবো। এটা নিয়ে কারো সাথে কোন ঝগড়া করার ইচ্ছা আমার নাই।
ঘাঁড় ধরে পড়াচ্ছিনা। অনেকদিন আগে একটা লিখায় কথায় কথায় বিচ্ছেদের কথা ঊঠে আসছিলো। বন্ধুবর কেউ জিজ্ঞেশ করসিলো যে ক্যামনে হইলো। যাই হোক, ক্যামনে হইলো এইটার চেয়ে মজার হচ্ছে এর পর পর ঠিক কি কি হইলো।
ভবঘুরের জীবনটা কর্পোরেট করে তুলছিলাম ধীরে ধীরে শুধুই কারো একটা কথার জন্য,
"তুমি যা খুশি করো।
আমার আপত্তি নাই। শুধু আমার আব্বার সামনে যাওয়ার আগ পর্যন্ত সম্মানজনক একটা স্থানে নিজেকে নিও। তারপর মিউজিক করো, আর ভবঘুরেই হও... I am OK. "
মজার ব্যাপার হচ্ছে , দেড় বছর পর যখন দ্বিতীয় পক্ষ বিচ্ছেদ প্রস্তাবনা পেশ করে প্রথম পক্ষের মন্তব্য নিষ্প্রয়োজন বলে প্রস্থান করলো তখন প্রস্তাবনার তালিকায় কিছু অবান্তর কারণের সাথে এটাও যুক্ত দেখলামঃ
> তুমি আমারে বড়ই অবহেলা করিয়াছিলে। বন্ধু, মুভি আর নেট নিয়েই পড়িয়া থাকিতে। আমারে সময়ই দিতেনা।
আমাদের মধ্যে দুরত্ব বাড়িয়া যাইতেছিল।
[যদিও কখনো ক্লাস , কখনো রুমমেটদের সাথে লুডু, ঘুরাঘুরি কিংবা কখনো অন্য সীম-এ অন্তরংগ(!) পোলাপান বন্ধুর সাথে আড্ডা দেয়ার জন্য আমার সাথে কথা না বললে তখন দূরত্ব সৃষ্টি হয়েছে বলে কখনো বোধ করিনি। পদার্থবিদ্যার সকল সুত্র ভেঙ্গে এই একপাক্ষিক দুরত্ব কিভাবে সৃষ্টি হইল তা নিয়ে আজো বিশেষ চিন্তায় পড়ে যাই। ]
---------------------------
প্রথম ক'দিন ঠিক কিছু ঠাউরে উঠতে পারি নাই। কি হইলো, ক্যামনে জানি হইলো... মাস খানেক লাগসে সম্ভিত ফিরে পাইতে।
তারপর বসলাম ভাবতে। কান্দাকাটির মানুষ আমি না। ভাগ্য ভালোও বলতে পারেন, খারাপও বলতে পারেন... যেটাই হোক , আল্লাহ আমার জীবনটারে তৈরীই করসেন এমন কিছু Exclusive Event দিয়ে যে এইসব ধাক্কায় চউক্ষে পানি আসেনা। চিন-পরিচিত বন্ধুবর যারা পড়তেসেন আপনেরা সবই জানেন!
╘╝ ভেবে চিন্তে পরবর্তী ছ'মাসে কিছু থীওরী Re-explore করলাম। আমি আবার যেকোন জিনিস নিয়ে পর্যবেক্ষন এবং বিশ্লেষন একটু বেশি-ই করি।
হিমু ভাইরে খুব অনুসরন করসি একটা বয়স পর্যন্ত... এখন অতোটা করা হয়না হয়তো। ওখান থেকেই ভাবনা-চিন্তা আর পর্যবেক্ষনের ধারাটা হয়তো চলে আসছে। যাই হোক, থিওরীগুলা আগে থেকেই দুনিয়াতে বিদ্যমান ছিলো। নিজের অভিজ্ঞতার ঝুলিটা আরেক্তূ ভারী হইলো এই যা। এরেই মনে হয় কয় Maturity বাড়া।
আসলে কিছুই না, ডাটাবেসটা আপডেট হওয়া আরকি!
▐ কাহারো জন্যে নিজেকে বদলাইতে যাইবেন না ভুলেও। পরে শুনতে হইবে, "তুমি আর আগের মতো নাই!"
▐ কেহ যাইতে চাইলে আটকানোর চেষ্টা করিবেন না। আপনি তাহার প্রস্থানই বিলম্বিত করিতেছেন না শুধু, বোনাস স্বরুপ আপনি আপনার আত্মসম্মান এবং ঊহার মনে আপনার অবস্থান নীম্নগামীও করিতেছেন। উহাদের মন মন্দিরটিকে তৈরী করা হইয়াছে অন্যভাবে। ঊহাতে শেষ লগ্নে যত প্রসাদ দিবেন আপনার বর প্রাপ্তির সম্ভাবনা ততই ম্রিয়মাণ হইবে।
▐ পশ্চিমা বিশ্বে একটি সুত্র অনুসরন করা হয় এখন : LONG DISTANCE RELATIONSHIP DOESN'T WORK. SO WHENEVER YOU ARE LEAVING FOR A LONG DISTANCE...DON'T FORGET YOUR LUGGAGE AND TO BREAK-UP.
জানিয়া রাখুন বর্তমানে ইহা বংগবাসী প্রজন্মের জন্যেও প্রযোজ্য। দূরত্ব যতই হোক, কাছে থাকুন --- ইহা শুধু মুঠোফোনের বিজ্ঞাপনেই প্রযোজ্য।
"তুমি আর আমি যেখানেই থাকি, অন্তরে তো দু'জন একলগে !" --- এইসব ফাউবার্তা বিশ্বাস করিয়া নিজেকে ১৮ শতকের বাসিন্দা হিসেবে প্রমাণ করিবেন না।
-----♣----♣----♣-----
-:সমাপ্ত:- ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।