হাফপান্ট জামাতের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ফাঁসি চাই, জবাই কর’—স্লোগান দিয়ে বাংলাদেশ গড়া যাবে না। তিনি তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘হিংসার গান দিয়ে নয়, ভালোবাসার গান দিয়ে জাতিকে গড়ে তুলতে হবে। গণতন্ত্রের শত ফুল ফুটতে দিতে হবে। { সুত্রঃ প্রথম আলো , আজকের} প্রতিক্রিয়াঃ কে কোথায় আছিস, উনারে ভালবাসার গান শুনা একটু সেই সাথে ময়ুরী , পপি , ময়না পাখি , কলিজুদের খবর দে, নাচ হবে , গান হবে সেই সাথে উনাদের দেশ গড়াটাও হবে । ফাউল যতসব জয় বাংলা আন্দোলন চলছে , চলবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।