পাপ কখনও পিছু ছাড়ে না আজ হোক কাল হোক সে মূল্য নিতে আসবেই ।
সার্চ ইঞ্জিন গুগলের অপারেটিং সিস্টেম (ওএস) পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। পাশাপাশি নিজেদের ব্র্যান্ডের ল্যাপটপ বাজারে আসার ব্যাপারেও কাজ চলছে বলে জানা গেছে। নতুন এই ওএসের মাধ্যমে গুগলের সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের উইন্ডোজ এক্সপ্লোরার এবং মুক্ত অপারেটিং সিস্টেম লিনাক্সের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় যুক্ত হলো। পরীক্ষামূলকভাবে চালু হওয়া গুগল ওএস পেতে ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে।
তবে শুরুর দিকে এসার এবং স্যামসাংয়ের তৈরি কম্পিউটারে এই ওএস ব্যবহার করা যাবে।
পাশাপাশি বর্তমানে ছোট আকারে পরীক্ষামূলক এ সংস্করণ এসব কম্পিউটারের নির্মাতা প্রতিষ্ঠানের কম্পিউটার ও ল্যাপটপে দেওয়া হবে। ওএসের সঙ্গে যুক্ত গুগলের দুই নির্মাতা সম্প্রতি গুগল ব্লগে লিখেছেন, পরীক্ষামূলকভাবে ওএসটি চালু হচ্ছে যেখানে কোনো নাম কিংবা লোগো থাকছে না। ক্রোম ল্যাপটপ সম্পর্কে তাঁরা বলেন, শুরুতে ১২.১ ইঞ্চি পর্দার, তৃতীয় প্রজন্মের (থ্রিজি) সুবিধা, আট ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সুবিধা এবং ক্রোম ওএস দিয়ে তৈরি হচ্ছে ক্রোম ল্যাপটপ। এই ল্যাপটপ এবং ওএসে ইন্টারনেট ব্যবহারের নতুন সব বৈশিষ্ট্যযুক্ত হচ্ছে বলে জানা গেছে।
সহজে ব্যবহার উপযোগী, নানা প্রোগ্রাম ব্যবহার করার ব্যাপারটি মাথায় রেখে তৈরি ক্রোম ওএস তৈরি হচ্ছে, যা ব্যবহারকারীদের আকৃষ্ট করবে বলে মনে করছে কর্তৃপক্ষ। এখন অপেক্ষা, কবে চালু হচ্ছে পূর্ণাঙ্গ ক্রোম ওএস এবং কবে বাজারে আসছে ক্রোম ল্যাপটপ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।