আবীর শাকরান মাহমুদ
for better view: Click This Link
ঈদ মোবারক। প্রথমেই ছবিতে বাজে হাতের লেখার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। রাত তখন প্রায় বারোটা। ভাবলাম, লং এক্সপোজারে ‘eid mubarak’ লেখাটাকে তুলব। ছাদে যাচ্ছি যাচ্ছি, নামল বৃষ্টি।
কী আর করা! অগত্যা নিজের রুমেই চেষ্টা করলাম। এখানে পিন পয়েন্ট লাইটার বা টর্চ না ইউজ করে আমি আইফোনের ডিসপ্লে ইউজ করেছি কালারের শেড আনার জন্য। ওসব ইউজ করলে লেখাটা এত বল্ড হত না এবং ছড়িয়েও যেত না। আর নিজের রুমে তুলেছি বলে ওয়াইড এঙ্গেল লেন্সে কভার করছিল না পুরো লেখাটা। এজন্য একটু চাপিয়ে লিখতে গিয়ে এবড়ো-থেবড়ো হয়ে গেল।
শাটার স্পিড বা এক্সপোজার টাইম ছিল ৩০সেকেন্ড। এর থেকে বেশি আমার Canon 650D তে ম্যানুয়াল মোডে সেলফ টাইমারে সেট করা যায়না। আর একা ছিলাম বলে টাইমার ছাড়া গতি ছিল না। এজন্য একটু তাড়াতাড়ি লিখতে হয়েছে যাতে 30s এ লেখাটা শেষ হয়। ধীরে লিখলে হয়তো লেখাটা আর একটু স্পষ্ট হত।
তবুও, একা একা ট্রাই করলাম মোটামুটি। পরে আরো ভালো করার চেষ্টা করব।
ছবিতে একটু খেয়াল করলে আমাকে দেখতে পাবেন হয়তো বা।
সবাইকে আবারো ঈদ মোবারক।
আবীর শাকরান ফটোগ্রাফি
আগস্ট, ২০১৩
মতিঝিল, ঢাকা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।