ছবিটার নাম Bab'Aziz। আধ্যাত্মবাদ নিয়ে যে অল্প কিছু মুভি নির্মিত হয়েছে তার মধ্যে Bab'Aziz অন্যতম। ছবিটা ইরান ও তিউনিসিয়ার যৌথ প্রজোযনায় নির্মিত।
Bab'Aziz ছবিটা নাম চরিত্রের উপর ভর করে বেড়ে উঠেছে। প্রবীন এক অন্ধ দরবেশ Bab'Aziz তার নাতনী ইশতার'কে সাথে নিয়ে এক মরুভুমি পাড়ি দিচ্ছেন, বাড়ীতে পৌছবেন বলে।
যেতে যেতে নাতনীকে বলছেন এক আধ্যাত্মিক গল্প।
..........অনেক অনেক দিন আগে ছিল এক রাজকুমার। কিন্তু তার মনে সুখ ছিল না। সুখের খোজে সে দুরন্ত ঘোড়ায় ছুটতো, শিকার করতো, বাঈজী নাচাঁত....আরো কত কি! তারপর এলো সেই দিন..........।
মরুভুমির মাঝে এক হরিনের পেছনে ছুটতে গিয়ে থমকে দাড়াল এক আশ্চর্য জলাভুমির কিনারায়।
জলের উপর নিজের ছায়া দেখে কেমন যেন ডুবে গেল সে নিজের ভেতরেই, নিজের আত্মায়। যেন দেখা হলো তার জীবাত্মা ও পরমাত্মার। কোথায় গেল তার রাজত্ব! কোথায় গেল তার বর্তমান! কোনো দিকেই তার কোনো ভ্রুক্ষেপ নেই। এরপর.............।
এরপর আর বলছি না।
বাকীটুকু দেখে নিন। মজার ব্যাপার এই ছবিতে কয়েক লাইন বাংলা গানও আছে। আমিতো রীতিমতো চমকে উঠেছিলাম এমন ছবিতে বাংলা গান শুনে।
তবে একটা কথা আগে থেকেই বলে রাখি যারা রোমান্স, এ্যডভেঞ্চার কিংবা এ্যকশন মুভির বাইরেও ভিন্ন স্বাদের মুভি দেখে অভ্যস্ত তারা ছাড়া অনেকের কাছেই মুভিটি ভাল নাও লাগতে পারে। সে দ্বায়ভার আপনারই থাকুক।
Bab'Aziz মুভি সম্পর্কে কিছু তথ্যঃ
Directed by: Nacer Khemir
Written by: Tonino Guerra,Nacer Khemir
Release date: October 8, 2005 (2005-10-08)
Running time: 98 minutes
Country: Iran, Tunisia
Language: Arabic Persian
ডাউনলোড লিংকঃ
Bab'Aziz - rapidshare
ইংরেজী সাবটাইটেল ডাউনলোড করুন এইখানেঃ
Bab'Aziz - English subtitles
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।