আমাদের কথা খুঁজে নিন

   

ঘুমকুমারীর উদ্দেশ্যে নিবেদিত পংক্তিমালা।

জীবন পথে একলা চলি।

”উড়ালচন্ডী মন তোমার, এলোমেলো চুল, পথিমধ্যে রেখে এলে, কতই রঙ্গিন ভূল। মেঘে ঢাকা আকাশ তোমায়, আবীর রঙ্গে রাঙ্গায়। মেঘগুলো সব পাখি হয়ে, তোমার ঘুমকে ভাঙ্গায়। দেখতে যাবে আয়নাতে মুখ, ঘুমকুমারীর বেশে। অমনি উঠে আয়না খানি খলখলিয়ে হেসে। ঘুমের দেশের রাজকুমারী, ফুলের অধীশ্বরী। আকাশভরা তারাদের ফুল, দেখো দু’চোখ ভরি।”

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।