নিজেকে জানার চেষ্টা চলছে । কখনো জানতে পারলে বলবো । যখন আমায় ছুঁয়েছিল তোমার দীর্ঘশ্বাস, ওই দু’চোখে লুকিয়েছিল আকাশ ঢাকা মেঘের মত যন্ত্রণার এক দগ্ধ ক্ষত, ঘুমকুমারীর কান্না ভেজা আকণ্ঠ পিয়াস। যখন তোমায় হারিয়েছিলাম নক্ষত্রের হাহাকারে, নিদ্রা-স্বপন জীর্ণ তখন, নিঃসঙ্গতা বড়ই আপন, মৃত্যু জ্বালায় বন্দী আত্মা নিষ্ঠুর কারাগারে। যখন আমি পাই সে তোমায় স্বপ্নলোকের ডাকে, অলীক কুহক নির্জনতায় স্বপ্ন দেখায় বাস্তবতায়, শৃঙ্খলিত জীর্ণ হৃদয় কিছু সুখের ছবি আঁকে… (ঘুমকুমারীর কান্না by একজন মড়া মানুষ)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।