আমাদের কথা খুঁজে নিন

   

চারদফা দাবিতে ভাসানী বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন ও সমাবেশ



মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের শিক্ষার্থীরা বিএসসি (অনার্স) ডিগ্রীর পরিবর্তে ইঞ্জিনিয়ারিং ডিগ্রীর দাবি ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বর্বরোচিত পুলিশি হামলার তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ চারদফা দাবিতে মানববন্ধন করেছে ও সমাবেশ করেছে। গতকাল মঙ্গলবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচীতে উক্ত বিভাগের সকল শিক্ষার্থী অংশ নেয়। মানববন্ধন শেষে সমাবেশে শিক্ষার্থীরা জানান, বিএসসি (অনার্স) ইন ফুড টেকনোলজি ডিগ্রীর পরিবর্তে যৌক্তিক ও সময়োপযোগী বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ইন ফুড টেকনোলজি ডিগ্রীর দাবিতে গত ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তিপুর্ণভাবে অবস্থানরত সকল শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় প্রশাসন কতৃক অমানবিক পুলিশি হামলা এবং নামে বেনামে ১৮০জন শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়। ১১জন শিক্ষার্থীকে করতে হয় কারা বরণ। দীর্ঘ পাঁচ মাস যাবত তারা শিক্ষাজীবন থেকে নির্বাসিত। ডিগ্রী পরিবর্তন ও মিথ্যা মামলা প্রত্যাহরসহ চারদফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা শান্তিপুর্ণ কর্মসূচী পালন করছে। দাবিগুলো হচ্ছেÑ বিএসসি অনার্স এর পরিবর্তে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী চালু করা, অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার, দ্রুত শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে নেওয়া এবং গত ২১ সেপ্টেম্বরের ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। অনতিবিলম্বে এসব দাবি মানা না হলে বিশ্ববিদ্যালয়ের উক্ত বিভাগের সকল শিক্ষার্থী আমরণ অনশনসহ কঠোর কর্মসূচী দেওয়ার ঘোষণা করেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।