আমাদের কথা খুঁজে নিন

   

২০১৩ নাগাদ বিদ্যুতের চাহিদা ও উৎপাদনে ভারসাম্য



বর্তমান সরকারের মেয়াদের শেষ বছর নাগাদ বিদ্যুতের চাহিদা এবং উৎপাদনের মধ্যে ভারসাম্য আনা সম্ভব হবে। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'জাতীয় বিদ্যুত সপ্তাহ ২০১০'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমন আশাবাদ ব্যক্ত করেছেন। ইতোপূর্বে সরকারের তরফ থেকে ২০১১-এর শেষভাগ নাগাদ চাহিদা এবং উৎপাদনে সমন্বয় আনার ঘোষণা দেয়া হলেও অর্থমন্ত্রী সে মেয়াদকাল আরও দু'বছর বৃদ্ধির ঘোষণা দিলেন। আবুল মাল অব্দুল মুহিত বলেন, সরকারের এই মেয়াদে উৎপাদন ও চাহিদার মধ্যে ভারসাম্য আনা ছাড়া বেশিকিছু করা সম্ভব নয়। বিদ্যুত খাতের উন্নয়ন একটি সময়সাপেক্ষে বিষয় উলেস্নখ করে অর্থমন্ত্রী বলেন, বিদু্যত খাতের উন্নয়নে আরও তিন বছর সময় লাগবে।

২০১৫ সালের আগে নয় হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপাদন নিশ্চিত করা সম্ভব নয়। তবে আগামী বছর ২০১১-এর ডিসেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে নতুন করে দু'হাজার মেগাওয়াট বিদু্যত যোগ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। সরকারের বিদু্যত সাশ্রয়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উলেস্নখ করে অর্থমন্ত্রী বলেন, আমাদের সিস্টেমলস ১৩ ভাগ এবং টেকনিক্যাল লস ৮ ভাগের বেশি হওয়া উচিত নয়। বাকিটা গ্রাহক কতটা বিদু্যত সাশ্রয়ী যন্ত্রাংশ ব্যবহার করছে তার ওপর নির্ভর করে। মন্ত্রী বিদু্যত সাশ্রয়ে সকলের সহযোগিতা কামনা করেন।

নবায়নযোগ্য জ্বালানির ওপর সরকারের গুরম্নত্বারোপের পরেও দেশের মোট বিদু্যত উৎপাদনের মধ্যে মাত্র ৩৫ মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি থেকে আসছে বলে জানান তিনি। অর্থমন্ত্রী বিকল্প বিদু্যত উৎপাদনের উৎস, বিশেষ করে 'জিওথার্মাল' (উষ্ণ প্রস্রবন) প্রযুক্তিতে বিদু্যত উৎপাদনের ওপর গুরম্নত্বারোপ করেন। তিনি বলেন, পৃথিবীর অনেক দেশে এখন এই প্রযুক্তিতে বিদু্যত উৎপাদন করা হচ্ছে। স্থানীয় প্রকৌশলীদের জিওথার্মাল ভিত্তিতে বিদু্যত উৎপাদন নিয়ে গবেষণার আহ্বান জানান। আগামী জুনের মধ্যে কয়লা নীতি চূড়ানত্ম হবে উলেস্নখ করে অর্থমন্ত্রী বলেন, এরপরই কয়লা ব্যবহার শুরম্ন করা যাবে।

তিনি গ্যাসনির্ভরতা কমাতে এবং বিদু্যত উৎপাদনের জন্য কয়লা ব্যবহারের কোন বিকল্প নেই বলে জানান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই ইলাহী চৌধুরী বীরবিক্রম বলেন, সরকারী প্রতিষ্ঠানে এয়ারকন্ডিশনারের তাপমাত্রা ২৫ ডিগ্রী সেলসিয়াস বেঁধে দেয়া হয়েছে এবং সকল সরকারী প্রতিষ্ঠানে সৌরবিদু্যতের প্যানেল স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে, যা একটি অনুকরণীয় দৃষ্টানত্ম হিসেবে বহির্বিশ্বে প্রশংসিত হচ্ছে। বিদু্যত সমস্যা সমাধানে সরকারের নেয়া কার্যক্রমে উপদেষ্টা সকলের সমর্থন কামনা করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.