আমাদের কথা খুঁজে নিন

   

গোছগাছ মোবারক ..... একটি নিতান্তই অ-শিক্ষনীয় , শুভেচ্ছামূলক পোস্ট

স্বপ্ন দেখতে ভালোবাসি । তবে স্বপ্ন দেখা নিয়ে কিছুদিন যাবত একটা সমস্যা হয়ে গেছে । নতুন দেখা স্বপ্নগুলো কেন যেন পূরণ হচ্ছে না খুব শীঘ্রই এই সমস্যা কেটে যাবে এই আশাতেই আছি ।

আমার ঘরে নতুন কেউ হঠাৎ ঢুকলে সাথে সাথে জাতিসংঘের ত্রান ও পূনর্বাসন সংস্থায় ফোন দেয়ার প্রয়োজনীয়তা অনুভব করতে পারেন । কারণ ঘরটা সবসময়ই নিয়মিত সুনামি, টাইফুন, মহাসেন পরবর্তী বিধ্বংস্ত অবস্থায় থাকে ।

পড়ার টেবিল বইয়ে একাকার; টেবিল ক্লথ দেখা যায় না এমন অবস্থা, গল্পের বইয়ের শেলফের অধিকাংশ বই শেলফের বাইরে সারা ঘর ছড়ানো, আলনার বদলে সোফা ভরা জামা কাপড়, জানলার পর্দা একেক সময় একেক স্টাইলে, কম্পিউটারের ডেস্ক ভরা নানা খাবার দাবার, সিপিইউ দিনের একেক সময় থাকে একেক জায়গায় । বিছানার চাদরটাও আমি একটু বসলেই কিভাবে কিভাবে যে অর্ধেক উল্টে যায় সে রহস্য ছোটকাল থেকে এখন পর্যন্ত বহু চেষ্টা করেও উদঘাটন করা সম্ভব হয় নি । ..... সব মিলিয়ে আমার ছবির মতো ঘরের সাজানো গোছানো একটা ছবি আশা করি পেয়ে গেছেন । আমার ঘর গোছাতে কেউ সাহসও পায় না, কারণ গোছাতে গিয়ে কোন কাগজ ফেলে দিলে আমার মনে হয় ঐটাতো আমার এসএসসি, এইচএসসির সার্টিফিকেটের চেয়েও দরকারী ছিলো! বই গোছালে আমি পরে কোনটাই আর খুঁজে পাই না । এসব নানা ঝামেলার পার্শ্বপ্রতিক্রিয়া আমার চিৎকার যার জ্বালায় অতিষ্ঠ হয়ে কেউ আমার ঘর গোছানোর দুঃসাহস দেখায় না ।

আমিও মনের সুখে আরেকটু উলোটপালট করি যতক্ষন থাকি ঘরে । কিন্তু ঈদ এসে সমস্যা হয়ে গেলো । বাসায় কাল মানুষজন আসবে, কাজেই আমার আম্মি হযরত এক সপ্তাহ আগে আলটিমেটাম দিয়েছিলেন ঘর গুছাতে হবে । আমি করছি, করবো, এই করলাম বলে, আর দেরী নাই, এক্ষন শুরু করলাম, রেডি! ওয়ান টু থ্রি বলে তাইরে নাইরে না করে পুরো সপ্তাহ পার করা শেষে আজ ঘুমানোর আগে দেখলাম ঘরের অবস্থা তথৈবচ এবং শোচনীয় । এবার না গোছালে ধোলাইয়ের শিকার না হলেও গগনবিদারী ভৎসনার স্বীকার হওয়ার সম্ভবনা প্রবল ।

কাল নামাজ শেষে এসেই লাগতে হবে এই কাজে >_< ...আর আমি মাশআল্লাহ্ যা করে রাখছি পুরো ঈদের দিনই না চলে যায় এই গোছগাছ কর্মকান্ডে! জাতি এ নিয়ে চিন্তিত অবস্থায় ঘুমাতে যাচ্ছে । বলা যায় না, রাতে ঘরের সবকিছুতে আগুন লাগিয়ে বাসা থেকে পালিয়ে যাওয়ার স্বপ্নও দেখে ফেলতে পারে । আমার মতো এমন কোন জটিল কাজের সম্মুখীন হয়েই নিশ্চয়ই কবি বলেছিলেন সময়ের কাজ সময়ে করা উচিত :/ . সময়ের এক গোছ, অসময়ের দশ গোছ ...... যাউক গা, সবাইরে গোছগাছ মোবারক .....সরি, .ঈদ মোবারক . সবার ইদ মহা আনন্দে কাটুক । পা টুকিয়ে অনেক টাকা ইনকাম হোক! ( ইয়ে ... আমাকে গতকাল সাহায্য করতে আগ্রহী স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবিকাদের যোগাযোগ করতে আহ্বান জানানো যাচ্ছে .... দক্ষদের অগ্রাধিকার! )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।